বাংলা হান্ট ডেস্ক: গণপরিবহনের অন্যতম মাধ্যম রেল (Indian Railways)। এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মানুষের অন্যতম সহজ ও সাশ্রয়ী মাধ্যম হল ট্রেন। তবে ভারতীয় রেলের ট্রেনের লেট হওয়া একটি সাধারন ঘটনা। বহু সময় দেখা যায় যাত্রীরা ব্যস্ত স্টেশন গুলিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করে আছেন ট্রেনের জন্য। এমনকি অনেক সময় ট্রেন লেট করার ফলে হতাশা জনক হন বহু যাত্রী। তাছাড়া এই ট্রেন শুধুমাত্র যে কয়েক মিনিট দেরি করে তা নয়। ঘন্টার পর ঘন্টাও দেরি হয় বহু ট্রেন। এবার কোন কারণে ট্রেন দেরি হওয়ায় আপনার নষ্ট হয়ে যাওয়ার সময়ের ক্ষতিপূরণ দেওয়ার নিদান রয়েছে। সেই নিদান আজকের প্রতিবেদনে তুলে ধরা হল।
ট্রেন লেট হলে ফ্রি খাবার পাবেন? রেলের নিয়ম জেনে নিন (Indian Railways)
বহু সময় দেখা গেছে বিভিন্ন কারণে ট্রেন লেট হয়েছে (Indian Railways)। এই লেটের ফলে যাত্রীরা অনেক সময় ক্ষুব্ধ হয়েছেন। তবে আপনারা জানেন কী কোন কারণে ট্রেন লেট হলে আপনার নষ্ট হওয়ার সময়ের ক্ষতিপূরণ দেবে রেল। আজকের প্রতিবেদনে সেই বিষয়ে বিস্তারিত ভাবে আলোচনা করা হল। যা যাত্রীদের কিছুটা স্বস্তি দিতে পারে।

আরও পড়ুন: ভোটের আগে উত্তরবঙ্গকে রেল সুবিধা,বন্দে ভারত স্লিপার সহ দূরপাল্লার ট্রেনের স্টপেজ অনুমোদন
ট্রেন লেট হলে এর ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম শুধুমাত্র রাজধানী, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেস এর জন্য প্রযোজ্য। এই প্রিমিয়াম ট্রেনগুলি কোন কারণে দেরি করলেই নিয়মটি কার্যকর হবে। যদি এই প্রিমিয়াম ট্রেনগুলি দুঘন্টা বা তার বেশি দেরি করে, তা হলে যাত্রীরা ভ্রমনের সময় বিনামূল্যে খাবার পাবেন।
সম্প্রতি একজন যাত্রী অনলাইনে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। ওই যাত্রী জানান রাজধানী এক্সপ্রেস প্রায় ছ’ঘণ্টা দেরিতে চলছিল। এই দীর্ঘক্ষণ অপেক্ষার ফলে ট্রেনে ওঠার পরে তাঁকে খাবার পরিবেশন করা হয়েছিল। যদিও এই সুবিধা সম্পর্কে অনেকে অবগত না থাকায় পোস্টটি দেখে অবাক হয়েছেন অনেকেই।
ওই ব্যক্তি তাদের পাওয়া খাবারে একটি ছবি সমাজ মাধ্য়মে শেয়ার করেছেন। ছবিতে দেখা গিয়েছে, ডাল ও ভাতের সঙ্গে দুটি ছোট বাক্স দেওয়া হয়েছে। ছবিটি শেয়ার করে তিনি মজা করে লিখেছেন- “আপনি কি জানেন ট্রেন দেরিতে চললে যাত্রীরা বিনামূল্যে খাবার পেতে পারেন? হ্যাঁ, আইআরসিটিসি-র ক্যাটারিং নীতি অনুসারে যদি আপনার ট্রেন দু’ঘণ্টার বেশি দেরিতে চলে, তবে বিলম্বের সময় অনুযায়ী আপনি একটি বিনামূল্যে খাবার (সকালের/দুপুর/রাতের খাবার) পাওয়ার অধিকারী হবেন। এই নীতিটি শুধুমাত্র রাজধানী, দুরন্ত এবং শতাব্দী-র মতো প্রিমিয়াম ট্রেনের জন্য প্রযোজ্য। আমার রাজধানী এক্সপ্রেস বর্তমানে ছ’ঘণ্টা দেরিতে চলছে কুয়াশার কারণে। যার কারণ বশত এইমাত্র দুপুরের খাবার পেলাম (Indian Railways)।”












