ভারতীয় টাকা কি দিয়ে তৈরি হয় জানেন? কাগজ নয় কিন্তু, ব্যবহার করা হয় এই ‘বিশেষ’ উপকরণটি

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় টাকা (Indian Rupee) বা নোট (Note) কি দিয়ে তৈরি করা হয় জিজ্ঞেস করলে, অধিকাংশ মানুষ উত্তর দেবেন কাগজ দিয়ে। কারণ ভারতীয় নোট হাতে ধরলেই বোঝা যায় যে সেটা কাগজের তৈরি। কিন্তু বাস্তবে কি কাগজ দিয়েই ভারতীয় নোট তৈরি করা হয়? নাকি অন্য কিছু ব্যবহৃত হয় ভারতীয় নোট (Indian Rupee) তৈরিতে?

ভারতীয় নোট (Indian Rupee) তৈরির উপাদান

আর কতটা সাধারণের কাগজের তুলনায় ভারতীয় নোটের (Indian Rupee) কাগজ কিন্তু বেশ খানিকটা অন্যরকম। আসলে ভারতীয় নোট কাগজ দিয়ে তৈরি করাই হয় না। বর্তমানে ভারতে বৈধ নোট গুলির মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০ এবং ৫০০ টাকার নোট। কিন্তু এই প্রত্যেকটি নোট কাগজ দিয়ে তৈরি হয় না।

আরোও পড়ুন : হায় হায়! হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে মেট্রোর টিকিট কাউন্টার! এবার কী করবেন যাত্রীরা?

ভারতীয় নোট (Indian Rupee) হাতে নিলে মনে হয়, যেন সেটা কাগজ দিয়ে তৈরি। তাছাড়া ক্রমাগত ব্যবহারের ফলে ভারতীয় নোট চিরে যায় নোংরাও হয়ে যায়। কিন্তু রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) সূত্রে খবর, ভারতীয় নোট (Note) কাগজ (Paper)  নয় বরং ১০০% কটন (Cotton) দিয়ে তৈরি হয়।

আরোও পড়ুন : যোগান বাড়তেই সস্তা ইলিশ! আহ্লাদে আটখানা ভোজন রসিক বাঙালি, কততে নামতে পারে দাম ?

টাকা কখনো একজনের হাতে থাকে না। হাত বদল হতে হতে টাকা একসময় ছিড়ে যাওয়ার উপক্রম হয়। কিন্তু একবার ভেবে দেখুন টাকা যদি কাগজের তৈরি হত, তাহলে কিন্তু খুব দ্রুতই ছিঁড়ে যেত। বহুবার হাত বদলের পরেই টাকা ছিঁড়ে যায়। তবে যেহেতু কটন দিয়ে টাকা তৈরি হয় তাই তা অনেক টেকসই হয়।

rupees

ভারতীয় টাকা তৈরি হয় বিশেষ ধরনের কাপড় দিয়ে, যাকে কটন ব্যাঙ্ক নোট পেপার বলা হয়। এছাড়া কটন ওজনেও হালকা হয়। ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড সহ বেশ কিছু নিরাপত্তা জনিত বৈশিষ্ট্য যোগ করা হয় টাকার মধ্যে। বিভিন্ন দেশ বিভিন্ন জিনিস ব্যবহার করে তাদের দেশের নোট তৈরি করতে। কিন্তু ভারতীয় টাকা সব সময় তৈরি হয় ১০০% কটন দিয়ে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর