এবার রাঢ় বঙ্গে হোক ISRO-র গবেষণা কেন্দ্র! প্রধানমন্ত্রীর কাছে আবেদন সৌমিত্রর, প্রশংসা সর্বত্র

বাংলা হান্ট ডেস্ক : বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুরের (Bishnupur) সাংসদ তিনি। সংবাদমাধ্যমে মাঝেমধ্যেই শিরোনামে থাকেন তিনি। তৃণমূল সরকারের (Trinamool Congress Government) সমালোচনা করতে প্রায়শই দেখা যায় বিজেপি (Bharatiya Janata Party Leader) নেতাকে। বারবার ফেসবুক লাইভে এসে বাংলার শাসক দলকে নানান ভাবে ব্যতিব্যস্ত করে তোলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)।

শুধু তাই নয়, একাধিক দাবি নিয়েও কখনও লোকসভায়, কখনও বা সংবাদমাধ্যমের সামনে সরব হতে দেখা যায় বিজেপি সাংসদকে। কয়েক মাস আগেই লোকসভায় আসানসোল মেট্রো নিয়ে জোরালো সওয়াল করেছিলেন সৌমিত্র। এরই সঙ্গে তাঁর দাবি ছিল দুর্গাপুর এইমস-র ও। এর পর আজ ফেসবুকে এসে আবার নতুন দাবি করলেন বিজেপি নেতা।

সৌমিত্র খাঁ এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লেখেন, বিষ্ণুপুর লোকসভার গণদেবতাদের স্বার্থে কাজ করায় আমার জীবনে প্রধান উদ্দেশ্য।‌ আদরনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে বিষ্ণুপুর লোকসভায় সেন্ট্রাল গভর্নমেন্টের বেশিরভাগ কাজ করতে পেরেছি। এরপর আমার লক্ষ্য রাঢ়বঙ্গ জোনের মানুষের জন্য কিছু করা। তাই আজ রাঢ়বঙ্গ জোনের গণদেবতাদের উদ্দেশ্যে আদরনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর কাছে কয়েকটা আবেদন রাখলাম।’

কী দাবি করলেন সৌমিত্র? সৌমিত্র এদিন মূলত ইসরোর মহাকাশ গবেষণাগার কেন্দ্র তৈরির দাবি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। নিজস্ব লেটার হেডে বিজেপি সাংসদ লেখেন, ‘পশ্চিমবঙ্গে, মূলত রাঢ়বঙ্গে একটি মহাকাশ গবেষণাগার কেন্দ্র তৈরির কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদি যদি এই বিষয়ে একটু নজর দেন তাহলে রাজ্যবাসী অনেক উপকৃত হত। এই বিষয়ে বাঙালি যুবদের আগে থেকে জানিয়ে রাখলে তাঁরাও সরকারের এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে।’

soumitra

কয়েক মাস আগে নিজের কাজের মূল্যায়ন নিজেই করেছিলেন বিষ্ণুপুরের সাংসদ। এক ফেসবুক লাইভ করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan)। বিষ্ণুপুরের সাংসদ এদিন দাবি করেন তাঁর লোকসভা কেন্দ্র কাজের নিরিখে তিনি সফলতা পেয়েছেন। যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন তা পূরণ করতে পেরেছেন। এরপর তিনি দাবি করেন ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party) মানুষের জন্য কাজ করে, এবং তিনি বিষ্ণুপুর লোকসভাকে সেরা কেন্দ্র হিসাবে গড়ে তোলারও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

যে রাঢ়বঙ্গের উন্নতির কথা তিনি আজ বললেন সেই রাঢ়বঙ্গ নিয়ে আগেও মন্তব্য করেছেন তিনি। কিছুদিন আগেই রাঢ়বঙ্গ নিয়ে সরব হন বিজেপি সাংসদ সৌমিত্র খান। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান মূলত জঙ্গলমহল এলাকা নিয়ে নতুন রাজ্য চাইছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তাঁকে বলতে শোনা গেছে উত্তরবঙ্গ যদি ভাবতে পারে তাহলে জঙ্গলমহলের মানুষও নিজেদের উন্নয়ন নিয়ে ভাবা উচিত। এলাকার যুব সমাজের কথা মাথায় রেখে, সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে নতুন রাজ্য গঠন করা উচিত।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর