চাঁদ, সূর্যর পর এবার মিশন শুক্র! ফের নয়া অভিযানে ISRO, চলে এল সুখবর

বাংলাহান্ট ডেস্ক : শুধু চাঁদ বা সূর্য নয়, অন্যান্য গ্রহেও জোরকদমে গবেষণার প্রস্তুতি শুরু করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (Indian Space Research Organisation)। ইসরো সেই লক্ষ্যেই এবার শুক্র গ্রহ অভিযানের প্রস্তুতি নিচ্ছে। তৈরি করা হচ্ছে শুক্রযান-১। ভারতীয় মহাকাশ সংস্থা এবার সেই Venus Orbiter Mission নিয়ে বড় খবর প্রকাশ্যে আনল।

বলা হয়েছে, শুক্রযান-১ অভিযানের নকশা ও রূপরেখা তৈরি হয়ে গেছে। সেটিকে পাঠানো হয়েছে সরকারি অনুমোদনের জন্য। সোশ্যাল মিডিয়ায় ইসরোর তরফ থেকে বুধবার জানানো হয়েছে, Venus Orbiter Mission অর্থাৎ শুক্রযান-১ অভিযানের রূপরেখা ও নকশা তৈরি হয়ে গেছে। সেটি সরকারের কাছে পাঠানো হয়েছে অনুমোদনের জন্য।

   

আরোও পড়ুন : ‘আমি হলে মিঠুনকে এত বুষ্ট করতাম না,’ মহাগুরুকে নিয়ে ফের বিষোদ্গার চিরঞ্জিতের

ভারতীয় মহাকাশ সংস্থা একের পর এক অভূতপূর্ব সাফল্য পেয়েছে চন্দ্রযান-৩, সৌরযান আদিত্য-L1 অভিযানে। এরপর ইসরোর লক্ষ্য ভারতের মহাকাশ গবেষণাকে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। সেই লক্ষ্যেই গত বছর মহাকাশে গবেষণা সংস্থা শুক্র গ্রহ অভিযানের ঘোষণা করে। এই ঘোষণার কয়েক মাসের মধ্যেই অভিযানের প্রস্তুতি অনেকটাই সেরে ফেলেছে তারা।

আরোও পড়ুন : মাত্র ১ টাকায় এত কিছু! টেলিকম জগতের সবচেয়ে সস্তা প্ল্যান নিয়ে হাজির Vi’র, এবার হবে আসল খেলা

ইসরো শুক্র গ্রহ (Venus) অভিযানের নাম দিয়েছে শুক্রযান-১ (Sukrayaan 1)। এই অভিযানের পরিকল্পনা করা হয়েছিল ২০১২ সালে। এই অভিযানের মাধ্যমে শুক্র গ্রহকে পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন বর্তমানে শুক্র গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা একেবারেই সম্ভব নয়। তবে সেখানে জীবাণু থাকতে পারে।

104278327

তাই ইসরোর পক্ষ থেকে গবেষণা চালানো হবে শুক্র গ্রহের বায়ুমণ্ডল ও ভৌগলিক গঠনের উপর। শুক্রযান-১ উৎক্ষেপণের দিনক্ষণ সম্পর্কে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৩ সালে এই অভিযান হতে পারে বলে খবর পাওয়া যাচ্ছিল। তবে কিছু কারণে সেই অভিযানের সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর