ক্যারিবিয়ানদের বিরুদ্ধে T-20 সিরিজের শেষ ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন কুলদীপ-অক্ষর-বিশ্নইয়ের স্পিন ত্রয়ী

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জেতার পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও জয়লাভ করেছে তারা। গত রবিবার, ৭ই আগস্ট, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টিতে ৮৮ রানের ব্যবধানে বড় জয়ের মাধ্যমে ৪-১ ফলে সিরিজ জিতেছে মেন ইন ব্লুজ। সেই ম্যাচে শ্রেয়স আইয়ারের অসাধারণ ব্যাটিংয়ের পর ভারত তিনজন স্পিনার – অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব এবং রবি বিশ্নইয়ের দুরন্ত বোলিংয়ের জেরে ভারত ম্যাচ জেতে।

ওই ম্যাচে একটি অনন্য রেকর্ড গড়ে ভারতীয় স্পিন ত্রয়ী। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের প্রথমবারের মতো প্রতিপক্ষ দলের ১০টি উইকেটই স্পিনাররা তুলে নেন। দীর্ঘদিন পরে দলে ফেরা কুলদীপ যাদব ৩টি, তরুণ লেগস্পিনার রবি বিশ্নই ৪টি এবং অলরাউন্ডার অক্ষর প্যাটেল ৩টি উইকেট নেন। ভারতের ১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০০ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই সিরিজ জয়ের পর ভারতের মুল টি-টোয়েন্টি দলটি আপাতত কুড়ি দিনের বিশ্রাম পাবে। মাঝে জিম্বাবোয়ে সফর থাকলেও তাতে নিয়মিত তারকার কেউই প্রায় যাচ্ছেন না। এরপর রয়েছে এশিয়া কাপ। ২৮ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ওই হাইভোল্টেজ টুর্নামেন্টে যাত্রা শুরু করবে ভারত। এশিয়া কাপ শেষ হলে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে তারপর অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দেবে ভারত।

এশিয়া কাপের ভারতীয় স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, রিশভ পন্থ (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবি অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিশ্নই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান


Reetabrata Deb

সম্পর্কিত খবর