বাংলা হান্ট ডেস্ক : অবৈধভাবে ভারতে এসেছেন পাকিস্তানের গৃহবধূ গুলাম হায়দরের স্ত্রী সীমা হায়দর। এখন এসে ঘর করছেন ভারতের শচীন মিনার সঙ্গে। আর তারপরেই আরও একটি ঘটনা খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে। আর তিনি হলেন গোয়ালিয়ারের দুই সন্তানের মা অঞ্জু থমাস। এইমুহুর্তে তিনি দেশ ছেড়ে পৌঁছে গেছেন পাকিস্তানে। সেখানে গিয়ে ঘর করছেন ফেসবুক ফ্রেন্ড নাসিরুল্লাহর সাথে। সম্প্রতি তাকেই ৪০ লাখের বাড়ি উপহার দিলেন এক পাকিস্তানি ব্যবসায়ী।
একথা এখন সকলেই জানেন যে, অঞ্জু তার স্বামী এবং দুই সন্তানকে জানিয়ে গেছিলেন যে, কর্মসূত্রে তিনি জয়পুর যাবেন। হোয়াটসঅ্যাপে যোগাযোগ-ও রাখছিলেন তিনি। তারপরেই হঠাৎ তিনি যোগাযোগ বন্ধ করে দেন। এবং হঠাৎ-ই একদিন জানান, তিনি এখন পাকিস্তানে। প্রথমটা তিনি প্রেমের কথা অস্বীকার করলেও এখন সবটাই জলের মত পরিস্কার।
ইতিমধ্যেই হিন্দু মহাসভা দাবি করেছে, অঞ্জুর পরিবার যে ধর্মান্তরিত হয়েছিল, তা নিয়েও যেন তদন্ত করে পুলিশ। সবে মিলিয়ে, অঞ্জুর এই সিদ্ধান্তে তার গোটা পরিবারই যেখানে নাজেহাল, সেখানে বেশ পাকিস্তানের বুকে বহাল তবিয়তে সুখে স্বাচ্ছ্বন্দ্যে ঘর করছেন অঞ্জু। জানা গেছে, অঞ্জু এখন রয়েছেন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়াতে।
এদিকে অঞ্জুর পরিবার জানিয়েছে, তারা আর অঞ্জুকে স্বীকার করবেননা। এখন থেকে অঞ্জুকে মৃত বলেই ধরছেন তারা। প্রথমটা অস্বীকার করলেও এখন শোনা যাচ্ছে নাসিরুল্লাহ এবং অঞ্জুর বিয়ে তথা নিকার গুজব মিথ্যা নয়। অঞ্জুকে পাকিস্তানে একটি বিলাসবহুল ফ্ল্যাট উপহার দিয়েছেন এক পাকিস্তানি ব্যবসায়ী। সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, অঞ্জুর হাতে ফ্ল্যাটের কাগজ তুলে দিচ্ছেন ঐ ব্যক্তি।
উল্লেখ্য, সম্প্রতি একটি ভিডিওতে নাসিরুল্লাহ ও অঞ্জু জানিয়েছেন, তাদের পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। সেখান থেকেই শুরু হয় বন্ধুত্ব এবং বন্ধুত্ব গড়ায় প্রেমে। সেই টানকে অস্বীকার করতে পারেননি তারা। আর তাই ভারতে স্বামী ও সন্তানদের ছেড়ে নাসিরুল্লাহর সঙ্গে ঘর করতে থাকেন অঞ্জু। ইতিমধ্যেই অঞ্জু জানিয়েছেন, তিনি আর ভারতে ফিরতে চাননা। অঞ্জু জানিয়েছেন, তাকে নিয়ে ভারতে যে গুঞ্জন শুরু হয়েছে তা অস্বাভাবিক।
এই প্রসঙ্গে অঞ্জুর স্বামী অরবিন্দ জানিয়েছে জয়পুর যাওয়ার নাম করে স্ত্রী পাকিস্তান চলে গিয়েছে। তিনি আরও বলেন, নাসরুল্লাহ সম্পর্কে কোনও কথা সে আমায় কোনও দিন বলেনি। তিনি অঞ্জুকে ডিভোর্স দিতে চান বলেও জানিয়েছেন। এদিকে অঞ্জু বলেছে তার সন্তানকে নাকি সে পাকিস্তানে নিয়ে যেতে চায়। যদিও ভারত সরকার সেই অনুমতি দেবে কী না তা এখনও জানা যায়নি।