করোনা কেড়ে নিল ক্রিকেট তারকার মা-কে, শোকস্তব্ধ গোটা দেশ

বাংলা হান্ট ডেস্ক: করোনা পরিস্থিতিতে ক্রিকেটাররাও যে কতটা অসহায় সেটা সামনে চলে এলো। করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ভারতীয় মহিলা ক্রিকেটার বেদা কৃষ্ণমূর্তির মা। তাঁর বোনের অবস্থাও সংকটজনক।

206842 veda

বেদার মা চেলুভাম্বা দেবী এপ্রিল মাসের ২০ তারিখ করোনা আক্রান্ত হন। তিনি হোম আইসোলেশনেই ছিলেন। শুক্রবার রাতে পরিস্থিতির অবনতি ঘটে। চিকামাগালুরুর, কাদুর জেলার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার ক্রমশ অবনতি ঘটতে থাকে। টুইটারে বেদা টুইট করে তেজস্বী সূর্য এবং বিছেপি নেতা সিটি রবিকে ট্যাগ করে টকলিজুমাব ইনজেকশনের জন্য আবেদন জানান। জরুরীকালীন ভিত্তিতে ঔষুধটি জোগাড়ের আপ্রান চেষ্টা করা হয়। তার কয়েক ঘন্টা পরে বেদা ফের টুইট করে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দেন তিনি তাঁর মাকে হারিয়েছেন। সদ্য মা-কে হারানো বেদার পাশে দাঁড়িয়েছে গোটা দেশের ক্রিকেটপ্রেমীরা। শোকস্তব্ধ হয়েছে দেশের ক্রীড়া মহল।

করোনার করালগ্রাস যে কতটা ভয়াবহ হতে পারে তা আর আলাদা করে বলে বোঝাতে হবে না। সারা ভারতবর্ষ জুড়ে অবস্থা খুব সঙ্গীন। দিনে গড়ে ৩-৩.৫ লাখ লোক আক্রান্ত হচ্ছেন এই রোগে। গত বছরের মার্চ থেকে শুরু হওয়া করোনা ভাইরাসের দাপট চলতি বছরের শুরুতে কিছুটা কমলেও, ফের কোভিড ১৯-এর নতুন ঢেউতে নাজেহাল হয়ে রয়েছে ভারত। পরিস্থিতি সামাল দিতে নাজেহাল নরেন্দ্র মোদী প্রশাসনের কাছে নতুন সমস্যা অক্সিজেনের ঘাটতি। তা পূরণ করতে বিদেশ থেকে তরল অক্সিজেন কিনছে ভারত সরকার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর