বাংলা হান্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে লিঙ্গ বৈষম্যের অভিযোগ নতুন কিছু নয়। অতীতেও বহুবার এই অভিযোগে সরব হয়েছেন অনেকে। ফের একবার ইংল্যান্ড সফরের আগে ভারতীয় ক্রিকেটে উঠল লিঙ্গ বৈষম্যের এক বিরাট অভিযোগ। অভিযোগ পুরুষ ক্রিকেটার হওয়ার কারণে বিরাট কোহলিরা বেশি সুবিধা পান কিন্তু সেই সুবিধা পান না মহিলা ক্রিকেটাররা।
এবার অভিযোগ করা হয়েছে ইংল্যান্ড সফরের জন্য বিরাট কোহলিরা ব্যক্তিগত বিমান পাচ্ছেন অর্থাৎ বিরাট কোহলিদের করোনার হাত থেকে বাঁচানোর জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করেছে বিসিসিআই তবে মহিলা ক্রিকেটারদের জন্য কোন প্রকার ব্যক্তিগত বিমানের বন্দোবস্ত নেই।
ভারতীয় ক্রিকেটের পুরুষ এবং মহিলা দুই দলই ভারত থেকে ইংল্যান্ড উড়ে যাবে ব্যক্তিগত বিমানে। তবে ইংল্যান্ড উড়ে যাওয়ার আগে মুম্বাইয়ে আট দিনের কোয়ারেন্টিন পর্ব কাটাতে হবে প্রত্যেক ক্রিকেটারকে। অভিযোগ ওঠে বাড়ি থেকে মুম্বাই যাওয়ার জন্য বিরাট কোহলিদের জন্য ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করেছে বিসিসিআই কিন্তু মহিলা ক্রিকেটারদের নিজের নিজের ব্যবস্থা করে নেওয়ার জন্য আবেদন করে বিসিসিআই।
The BCCI has organised Charter flights to ferry both men and women players to Mumbai before we leave for the UK. Considering the distance and individual convenience players have made their own choice.
— Harmanpreet Kaur (@ImHarmanpreet) May 18, 2021
তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ভারতীয় টি-টোয়েন্টি এবং ওয়ানডে মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। তিনি জানিয়েছেন, “মহিলা এবং পুরুষ দুই দলের ক্রিকেটারদের জন্যই ব্যক্তিগত বিমানের ব্যবস্থা করেছে বিসিসিআই। তবে দূরত্ব এবং ক্রিকেটারদের সুবিধা অনুযায়ী নিজেদের মতো ব্যবস্থা করে নেওয়ার সুযোগ দিয়েছে বিসিসিআই।”