পাক অধিনায়কের মেয়েকে নিয়ে আনন্দে মাতলেন ভারতীয় মহিলা দল, সেই নিয়ে মন্তব্য করলেন সচিনও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল ২০২২ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয় দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে। ভারত পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের ব্যবধানে জিতেছে। ম্যাচের পর ভারতীয় দলের একটি ছবি বেশ ভাইরাল হচ্ছে। সেই ছবিটিতে পাকিস্তানি অধিনায়ক বিসমাহ মারুফের ছোট্ট মেয়ে ফাতিমাকে নিয়ে ভারতীয় খেলোয়াড়রা ম্যাচের পরে আদর করছিল। প্রকাশ্যে আসার পর এই ছবিটি সকলের মন জয় করেছে।

ভারতীয় কিংবদন্তি সচিন টেন্ডুলকারও এই ছবি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। সচিন ছবিটি টুইট করে বললেন, কী সুন্দর মুহূর্ত। ক্রিকেট মাঠে সীমাবদ্ধতা থাকলেও, মাঠের বাইরে সে সব ভেঙে গেছে। ৬ মাস বয়সী ছোট্ট ফাতিমাকে নিয়েই স্টেডিয়ামে পৌঁছেছিলেন পাকিস্তানি অধিনায়ক। অনেকদিন মাঠের বাইরে ছিলেন। গর্ভাবস্থায়, তিনি একবার অবসর নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন। তবে পরিবার ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমর্থনে মাঠে ফিরেছেন তিনি। যদিও বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে ১৫ রান করেন তিনি।

   

রবিবার মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তানের মধ্যে ম্যাচটি দুই দলেরই চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচ ছিল। ভারত প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল। যদিও, ভারতের কাছে এই রান তোলাটা মোটেও সহজ ছিল না। পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে একসময় ১৮ রানে ৫ উইকেট খুইয়েছিল ভারত। তবে পূজা, স্নেহ আর স্মৃতি মান্ধানাদের দুরন্ত ব্যাটিংয়ের সামনে ইনিংসের দ্বিতীয়ভাগে নির্বিষ হয়ে পড়েন পাকিস্তানি বোলাররা।

তারপর দ্বিতীয় ইনিংসে ভারতীয়দের বিধ্বংসী বোলিংয়ের জেরে পাকিস্তান ১৩৭ রানেই গুটিয়ে যায়। ভারত এই ম্যাচে ১০৭ রানের সহজ জয় হাসিল করে নেয়। ছেলেদের মতোই মেয়েদের একদিনের ক্রিকেটের বিশ্বকাপেও ভারত এখনও পর্যন্ত অপরাজিতই রয়ে গেল পাকিস্তানের কাছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর