চরম ভোগান্তিতে পড়তে চলেছে ভারতীয়রা! টানা তিনদিন বন্ধ থাকছে ব্যাঙ্ক পরিষেবা…

বাংলা হান্ট ডেস্কঃ  মাসের শেষে এবং আরেক মাসের শুরুতে দেশজুড়ে এক টানা তিনদিন ব্যাঙ্ক বন্ধ। যার জেরে চরম ভোগান্তির মুখে পড়তে হবে গ্রাহকদের। শুক্র এবং শনিবার ব্যাঙ্ক ধর্মঘটের জন্য বন্ধ আর রবিবার ব্যাঙ্কে ছুটি থাকার কারণে টানা তিনদিন ধরে ব্যাঙ্ক পরিষেবা বন্ধ হওয়ার কারণে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা। ব্যাঙ্কের পাশাপাশি এটিএমও বন্ধ থাকছে দু-দিন। এর জেরে রবিবার এটিএম খোলা থাকলেও সেখানে টাকা মিলবে কিনা তাতে সন্দেহ রয়েছে গ্রাহকদের।download 1 28

 

পূর্বঘোষণা মতোই দুদিনের ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছেই গোটা দেশে । অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং IBA-এর সঙ্গে কর্মী-অফিসারদের ইউনিয়নের বৈঠকে কোনও সমাধানসূত্র বের করতে পারল না দু’পক্ষই। শেষ পর্যন্ত ৩১ জানুয়ারি অর্থাত্ শুক্রবার ও ১ ফেব্রুয়ারি অর্থাত্ শনিবার দেশজুড়ে দু’দিনের ধর্মঘটের সিদ্ধান্ত অনড় থাকল ব্যাংক কর্মী-অফিসারদের ইউনিয়ন।
মুম্বইয়ের বৈঠক শেষে AIBEA-র সভাপতি রাজেন নাগর বলেন, ‘IBA-এর ব্যবহারের কারণেই কোনও ইতিবাচক সমাধান মেলেনি। ধর্মঘট থাকছেই।’

সূত্রের খবর, মোট নয়টি ইউনিয়নের ধর্মঘটের জেরে আগামী দু’দিন ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ থাকবে । মাসের শেষ এবং শুরুর দিন ব্যাঙ্ক ধর্মঘটের জেরে সাধারণ মানুষ থেকে ব্যাবসায়ীদের ভোগান্তিতে পড়ার আশঙ্কা রয়েছে ।  শুধু ব্যাঙ্ক নয়, এটিএম পরিষেবাও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ওই সংগঠন । পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে আশঙ্কা মেনে নিয়েছে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া । মজুরি বৃদ্ধি ,সপ্তাহে দুদিন ছুটির দাবি সহ একাধিক দাবি রয়েছে তাদের । দাবি না মানা হলে আগামী পয়লা এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের হুমকিও দিয়েছে তাঁরা।

 


সম্পর্কিত খবর