বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হল UPI (Unified Payments Interface)। এমতাবস্থায়, এবার অন্যান্য দেশে বসবাসকারী ভারতীয়দের (NRI) জন্যও শুরু হয়েছে এই পরিষেবা। এই প্রসঙ্গে ভারতের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, NRI-রা এখন তাঁদের আন্তর্জাতিক মোবাইল নম্বরের মাধ্যমে অর্থপ্রদানের জন্য UPI ব্যবহার করতে পারবেন।
মূলত, UPI-এর মাধ্যমে অর্থপ্রদান করার জন্য NRI-দের তাঁদের রেসিডেন্ট ব্যাঙ্কের (NRE/NRO) অ্যাকাউন্ট UPI-এর সাথে লিঙ্ক করতে হবে। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অংশীদার ব্যাঙ্কগুলিকে এটির জন্য প্রস্তুতির ক্ষেত্রে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে, মাত্র ছ’বছরে UPI-এর মাধ্যমে লেনদেনে বিশাল উর্ধ্বগতি পরিলক্ষিত হয়েছে। পাশাপাশি, গত ডিসেম্বর মাসেই UPI-এর মাধ্যমে ১২ লক্ষ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে।
NRE/NRO অ্যাকাউন্ট কি: NRE অ্যাকাউন্ট (Non Resident External Account) অন্যান্য দেশে বসবাসকারী ভারতীয়দের তাঁদের উপার্জন বিদেশ থেকে ভারতে স্থানান্তর করতে সহায়তা করে। যদিও NRO অ্যাকাউন্ট (Non Resident Ordinary Account) ভারতে তাঁদের উপার্জন ম্যানেজ করতে সহায়তা করে। এমতাবস্থায়, UPI-এর মাধ্যমে তাঁরা এখন শুধুমাত্র এই অ্যাকাউন্টগুলি থেকে অর্থপ্রদান করতে পারবেন।
এই দেশগুলিতে মিলবে সুবিধা: প্রাথমিকভাবে, UPI-এর মাধ্যমে অর্থপ্রদানের সুবিধা ১০ টি দেশে বসবাসকারী NRI-দের জন্য উপলব্ধ হবে। তাঁরা আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে UPI পেমেন্ট করতে পারবেন। এই দেশগুলির মধ্যে রয়েছে সিঙ্গাপুর, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, হংকং, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ব্রিটেন।
ডিজিটাল পেমেন্টের জন্য ২,৬০০ কোটির নতুন পরিকল্পনা: গত বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভা কমিটি RuPay ডেবিট কার্ড এবং কম পরিমানের BHIM-UPI লেনদেনের অগ্রগতির জন্য ২,৬০০ কোটি টাকার পরিকল্পনা অনুমোদন করেছে। পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী একটি টুইটে বলেছেন, “RuPay ডেবিট কার্ড এবং BHIM-UPI লেনদেনের অগ্রগতির প্রসঙ্গে মন্ত্রিসভার সিদ্ধান্ত ভারতকে ডিজিটাল পেমেন্টে আরও এগিয়ে নিয়ে যাবে।”