‘ওটা হিন্দু দেশ, ওরা ঘাস খায়”, চরম দুর্দশার মধ্যেও ভারতকে আক্রমণ করতে ছাড়ছে না পাকিস্তান

বাংলাহান্ট ডেস্ক: ভারতকে (India) নিয়ে পাকিস্তানিদের মধ্যে যে বিদ্বেষ, তা মাঝে মধ্যেই উঠে আসে। একটি মুসলিম প্রধান দেশ চেয়েছিল মহম্মদ আলি জিন্নার (Muhammad Ali Jinnah) মুসলিম লিগ (Muslim League)। ১৯৪৭ সালে তৈরি হওয়া পাকিস্তান (Pakistan) তারই ফলাফল। স্বাধীনতা ও পাকিস্তান তৈরির ৭৫ বছর কেটে গিয়েছে। তবুও পাকিস্তানি মানুষের মন থেকে ভারতীয়দের প্রতি বিদ্বেষ একটুও কমেনি। 

ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে চারটি যুদ্ধ লড়েছে পাকিস্তান। কিন্তু সব ক’টি যুদ্ধেই হেরে গিয়েছে তারা। কিন্তু জানলে অবাক হবেন, এখনও পাকিস্তানিদের একাংশ মনে করে যে তারা যুদ্ধগুলি জিতেছিল। একইসঙ্গে তাঁরা মনে করেন যে ভারতে শুধু হিন্দুরাই থাকে। যাঁদের তাঁরা দুর্বল মনে করেন। চূড়ান্ত অর্থনৈতিক সঙ্কটে দিনে দু’বেলা খাবার জুটছে না তাঁদের। কিন্তু ভারতের বিরোধিতা করতে পিছুপা হচ্ছেন না কেউ।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও উঠে এসেছে। সেখানে একজন পাকিস্তানি ইউটিউবার সে দেশের আমজনতার মতামত নিচ্ছেন। সাম্প্রতিক তুরস্ক-সিরিয়া ভূমিকম্পে ভারতের ‘অপারেশন দোস্ত’ নিয়ে সাধারণ পাকিস্তানিদের মতামত নিচ্ছিলেন তিনি। সেখানে একজনের উত্তর অবাক করেছে। তিনি বলেন, “তুরস্ককে সাহায্য করছে পাকিস্তান। ভারত শুধু নিজেদের বড়াই করছে।” 

pakistan food crisis

তিনি আরও বলেন, তিরঙ্গা একেবারেই সহ্য করতে পারেন না। ওই ইউটিউবার বলেন যে তুরস্কে মানুষ ভারতের সাহায্যের প্রশংসা করে তিরঙ্গা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছেন। এই কথা শুনে ওই পাকিস্তানি বলেন, ইউটিউবার যে তিরঙ্গার না নিচ্ছিলেন, তাতে তাঁর অসম্ভব রাগ হচ্ছিল। তিনি আরও বলেন, আধ ঘণ্টার জন্য সীমান্ত খুলে দেওয়া হলে পাকিস্তানিরা ভারত কব্জা করে নেবে।

ভারতের একটি সংখ্যক মানুষ নিরামিষাশী। ওই পাকিস্তানি তাতেও নিজের সমস্যার কথা ব্যক্ত করেছেন। তিনি বলেন, “ভারত একটি নিরামিষাশী দেশ। ভারতীয়রা মাংস খায় না। কিন্তু এই নিরামিষাশীরাই নিজেদের বড়াই করে।” আপনি হয়তো ভাববেন কোন জগতে বাস করে পাকিস্তানি জনতা। কিন্তু সাধারণ পাকিস্তানিদের ভারত সম্পর্কে এমন ধারণাই দেওয়া হয়। ভারতের ধর্মনিরপেক্ষতা নিয়ে কিছুই জানানো হয় না তাদের। 

ad

Subhraroop

সম্পর্কিত খবর