বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (India) একদিকে রয়েছে পাকিস্তানের মত সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত দেশ এবং অন্যদিকে রয়েছে জমি মাফিয়া চীন। এই দুই দেশের মধ্যবর্তী ভারত সর্বদা নিজেদের শক্তি বৃদ্ধি করতে সচেষ্ট রয়েছে। প্রতিবেশি শত্রু দেশ পাকিস্তান এবং জমি মাফিয়া চীনের থেকে রক্ষা পাওয়ার জন্য ভারত নিজেদের সেনাবলকে আরও মজবুত করে তুলছে।
ভারতীয় সেনাদের শক্তিবৃদ্ধি করতে ভারতীয় বৈজ্ঞানিকরাও একের পর এক শক্তিশালী মিসাইল বানিয়ে সেনাদের ক্ষমতা বৃদ্ধিতে সচেষ্ট রয়েছে। বর্তমান দিনে ভারতের বৈজ্ঞানিক মহল এমন এক মিসাইল প্রস্তুত করতে সক্ষম হয়েছে, যা দেশের সেনা বাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে সক্ষম হবে।
সূর্য মিসাইল
সূর্য মিসাইল (Surya missile), ভারতের সিক্রেট প্লানে তৈরি করা এই কন্টিনেন্টাল মিসাইলের রেঞ্জ প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার কিমি। যুদ্ধকালীন পরিস্থিতিতে এক নয় একসঙ্গে একাধিক পারমাণবিক হাতিয়ার নিয়ে যেতে সক্ষম এই মিসাইল। সেইসঙ্গে জানা গেছে, এই মিসাইল এতোটাই ক্ষমতা সম্পন্ন যে একসঙ্গে একাধিক দেশ অথবা একটি দেশের একাধিক এলাকাকে একত্রে ধূলিস্মাত করে দিতে পারে। সবথেকে আশ্চর্যের বিষয় হল, এই মিসাইল দিয়ে মাত্র ১ মিনিটেই ৬ টি দেশকে ধ্বংস করা যাবে। তবে এই প্রভূত ক্ষমতা সম্পন্ন মিসাইলের উদ্দ্যেশ্য হল দেশের সুরক্ষা।
মিসাইল তৈরির পেছনে রয়েছে
সূত্র মারফত জানা যায়, প্রতিরক্ষা অনুসন্ধান দফতর এবং বিকাশ সংগঠন বিগত কয়েক বছর ধরে এই সূর্য মিসাইল প্রস্তুতির কাজে নিয়োজিত ছিল। তবে বলে হচ্ছে, এই মিসাইলের পরীক্ষাও অত্যন্ত গোপনে করা হবে। সমগ্র বিশ্বই একটা বিষয়ে অবগত যে, দেশ মাতৃকা এবং দেশবাসীর সুরক্ষার্থে ভারত একের পর এক শক্তিশালী সুরক্ষা কবজ প্রস্তুত করে চলেছে।
ভারতের নৌ, স্থল এবং জল তিনবিভাগের সেনারাই তাঁদের নিজেদের ক্ষমতা প্রতিনিয়তই বৃদ্ধি করে চলেছে। যে কোন যুদ্ধকালীন পরিস্থিতিতে এয়ার ফোর্সের লড়াকু বিমান বা মিসাইল, অন্যদিকে জলসেনাদের জঙ্গী যুদ্ধ জাহাজ এবং স্থল সেনাদের গোলাগুলি, সমস্ত নিয়ে সেনাবাহিনী একদম প্রস্তুত।
অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে একথা বলাই যায়, ভারতের সেনাবাহিনীর জন্য বৈজ্ঞানিকদের প্রচেষ্টা সেইসঙ্গে সেনাদের একাগ্রতা, সবকিছু মিলিয়ে যে কোন প্রতিপক্ষ দেশকে রুখে দিতে সমর্থ হবে ভারত।