ভুলে যান পেট্রোল, ডিজেল! সূর্যের আলোতেই চলবে গাড়ি! এই দিন বাজারে আসছে ভারতের প্রথম ‘সোলার কার’

বাংলাহান্ট ডেস্ক : বর্তমান দিনে কাজের ব্যস্ততায় খুব অল্প সময়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে আমাদের গাড়ির প্রয়োজন হয়। তাই একটা নতুন গাড়ি  কেনার স্বপ্ন আমাদের সবার থাকে। তাই আপনাদের কথা মাথায় রেখে আপনাদের  জন্য রইল একটি দুর্দান্ত খবর। আর তা হল এবার বাজারে আসতে চলেছে সৌর গাড়ি অর্থাৎ  Solar Energy Car ।

কি শুনে চমকে গেলেন ? আপনি জানলে আশ্চর্য হবেন, সকলকে অবাক করে ভারতে প্রথমবারের মতো সোলার কার তৈরি করা হয়েছে যা পেট্রল বা ডিজেল  চালিত নয়, চলবে সূর্যের আলোতে। সূত্রের খবর, গাড়িটি তৈরি করেছে পুনে ভিত্তিক স্টার্টআপ Vayve Mobility। এই গাড়িটির ও দুটি দরজা থাকবে।

আরোও পড়ুন : বড় পদক্ষেপ! বিজেপি শাসিত এই রাজ্যে ১২৮১ মাদ্রাসাকে বদলে দেওয়া হল স্কুলে

এই গাড়িতে দুজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং একটি শিশু বসতে পারবে। এই গাড়িতে রয়েছে ১৫০ ওয়াট রেটেড সোলার প্যানেল যা গাড়ি চার্জ করতে সাহায্য করে। এই সোলার প্যানেলের সাহায্যে গাড়িটি প্রতিদিন ১০ থেকে ১২ কিলোমিটার রেঞ্জ পেতে পারে। গাড়িটিতে একটি ১৪ কিলোওয়াট ব্যাটারি রয়েছে যা ফুল চার্জে ২৫০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে।

আরোও পড়ুন : ইন্ডিয়ান অয়েলে বিপুল নিয়োগ, ১৮২০ শূন্যপদে বাম্পার চাকরির সুযোগ! রইল আবেদনের পদ্ধতি

এই গাড়িতে সোলার প্যানেল রয়েছে যা সূর্যের আলো থেকে গাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে। পাশাপাশি বাড়ির বৈদ্যুতিক সকেট থেকে চার ঘণ্টার মধ্যে এই ব্যাটারি পুরোপুরি চার্জ করা যায়। Vayve Eva-র ডিজাইন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই গাড়িটি দেখতে সাধারণ গাড়ি থেকে আলাদা। গাড়িটিতে অ্যারো কভার চাকা এবং এলইডি লাইটবার রয়েছে।

the speedster solar car zooms at 100km in 10 seconds jpg

গাড়িটিতে চালকের নিরাপত্তার জন্য রয়েছে এয়ারব্যাগও। এই গাড়িটি এখনো বাজারে আসেনি। ইভা ইলেকট্রিক গাড়িটি সাইজেও বেশ ছোট হতে চলেছে। টু সিটার হলেও মনে করা হচ্ছে তিন জন যাত্রী এই গাড়িতে অনায়াসে বসতে পারবেন। সম্ভবত আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে এটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর