বড় পদক্ষেপ! বিজেপি শাসিত এই রাজ্যে ১২৮১ মাদ্রাসাকে বদলে দেওয়া হল স্কুলে

বাংলাহান্ট ডেস্ক: বড়সড় পদক্ষেপ আসাম সরকারের। রাজ্যের ২১টি জেলা মিলিয়ে মোট ১২৮১টি মাদ্রাসাকে সাধারণ স্কুলে পরিণত করল আসাম সরকার। বিজেপি শাসিত আসাম সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশিকাও জারি করা হয়। বুধবার আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগু নিজের এক্স হ্যান্ডেলে পুরো বিষয়টি শেয়ার করে জানান।

শিক্ষামন্ত্রী পেগু এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সমস্ত সরকারি এবং প্রাদেশিক মাদ্রাসাকে আসামের মধ্যশিক্ষা পর্ষদের অধীনে আনা হয়েছে। সেই কারণেই ওই মাদ্রাসাগুলির নাম পরিবর্তন করা হয়েছে। ১২৮১টি এম ই মাদ্রাসার নাম পরিবর্তন করে মিডল ইংলিশ (ME) নাম দেওয়া হয়েছে’। ২১টি জেলা মিলিয়ে মোট ১২৮১টি মাদ্রাসার নাম বদলে ফেলা হয়েছে।

আরোও পড়ুন : ইন্ডিয়ান অয়েলে বিপুল নিয়োগ, ১৮২০ শূন্যপদে বাম্পার চাকরির সুযোগ! রইল আবেদনের পদ্ধতি

ধুবরি জেলায় ২৬৯টি, নগাঁও জেলায় ১৬৫টি, বারপেটা জেলার ১৫৮টি, গোয়ালপাড়া জেলায় ৯৯টি, হাইলাকান্দি জেলায় ৮৭টি, দক্ষিণ শালমারা-মানকাচর জেলায় ৭৫টি, মোরিগাঁও জেলায় ৬৬টি, বনগাইগাঁও জেলায় ৬৩টি, কামরূপ গ্রামীণ এলাকায় ৫৭টি, চাছর জেলার ৪৭টি, করিমগঞ্জ জেলায় ৪৫টি, দারং জেলায় ৪২টি, হোজাই জেলায় ৩৬টি, নলবাড়ি জেলায় ২৯টি, লখিমপুর জেলায় ১৮টি, বাজলী জেলার ১৩টি, শোনিতপুর জেলায় ৫টি, গোলাঘাট জেলায় ২টি, শিবসাগর জেলায় ২টি, বিশ্বনাথ জেলায় ১টি, জোরহাট জেলায় ১টি এবং কামরূপ শহরে ১টি মাদ্রাসার নাম পরিবর্তন করে মিডল ইংলিশ করা হয়েছে।

আরোও পড়ুন : শীতের সন্ধ্যায় জমিয়ে ফ্রায়েড মোমো! জলপাইগুড়ির ক্যাফেতে হাজির বিচারপতি গঙ্গোপাধ্যায়, তারপর?

প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরেই আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছিলেন ‘আসামে ৬০০টি মাদ্রাসা বন্ধ করেছি। বাকিগুলিও করবো। একটিও খোলা রাখবো না’। সেই লক্ষ্যেই আরও একধাপ এগিয়ে গেলো আসাম সরকার। যদিও, ২০২১ সালের জানুয়ারি মাসে আসাম বিধানসভায় একটি আইন পাস হয়।

বেসরকারি মাদ্রাসা ছাড়া রাজ্য মাদ্রাসা শিক্ষা বোর্ড, আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ, মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং আসাম এসইবিএ’র অংশ ছিল এমন ৭৩১ মাদ্রাসা আর আরবি কলেজগুলিকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২০ সালে অসম সরকার জানিয়েছিল, কোনও বিশেষ সম্প্রদায়ের জন্য আর আলাদা খরচ করা হবে না।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর