বাংলাহান্ট ডেস্ক: ভারতে চলে এল প্রথম ফ্যামিলি SUV স্কুটার (Family SUV Scooter)। দেশের ইলেকট্রিক টু-হুইলার বাজারে নতুন মাত্রা যোগ করল কোমাকি। সংস্থাটি একসঙ্গে দুটি নতুন ইলেকট্রিক স্কুটার বাজারে এনেছে— FAM 1.0 এবং FAM 2.0। কোম্পানির দাবি, এই দুটি মডেলই ভারতের প্রথম SUV স্কুটার, যা একই সঙ্গে আরামদায়ক, শক্তিশালী এবং পরিবারের ব্যবহারের জন্য উপযুক্ত। তিন চাকার এই স্কুটারগুলি শুধু ঘরোয়া ব্যবহারের জন্যই নয়, বাণিজ্যিক কাজেও ব্যবহার করা যাবে।
ভারতে লঞ্চ হল প্রথম ফ্যামিলি SUV স্কুটার (Family SUV Scooter)
কোমাকির নতুন ই-স্কুটার FAM 1.0-এর (Family SUV Scooter) এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৯৯,৯৯৯ টাকা এবং FAM 2.0-এর দাম ১,২৬,৯৯৯ টাকা। এই দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে উন্নত মানের Lipo4 ব্যাটারি, যা একে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। এই ব্যাটারি ৩,০০০ থেকে ৫,০০০ চার্জ সাইকেল পর্যন্ত টিকে থাকে, অর্থাৎ টেকসই ও দীর্ঘস্থায়ী। লিথিয়াম ব্যাটারিটি হালকা ও ছোট আকারের হওয়ায় এটি ওভারহিটিং, আগুন বা বিস্ফোরণের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। দ্রুত চার্জ হওয়ার ক্ষমতা থাকায় চার্জিংয়ের জন্য অপেক্ষাও কম। পাশাপাশি, এই ব্যাটারি পরিবেশবান্ধবও বটে।
আরও পড়ুন:বিশ্বজুড়ে রয়েছে মাত্র ৩০০ টি রাফাল! ভারতের কাছে আছে কতগুলি? জানলে হবেন অবাক
প্রযুক্তিগত দিক থেকেও দুটি স্কুটার (Family SUV Scooter) বেশ আধুনিক। এতে রয়েছে সেলফ-ডায়াগনোসিস সিস্টেম, যা নিজে থেকেই যান্ত্রিক সমস্যার খোঁজ করে রাইডারকে আগেভাগে সতর্ক করে দেয়। এছাড়া রিভার্স অ্যাসিস্ট ফিচার থাকায় তীব্র ট্রাফিক বা ছোট জায়গায় স্কুটার ঘোরানো অনেক সহজ হয়। নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে অটো হোল্ড ফিচার সহ বিশেষ ব্রেক লিভার, যা ব্রেকিংকে আরও স্থিতিশীল করে তোলে।
স্কুটারের (Family SUV Scooter) ড্যাশবোর্ডও বেশ উন্নত মানের। স্মার্ট ডিসপ্লেতে রাইড সম্পর্কিত তথ্য, নেভিগেশন ও কল অ্যালার্ট দেখা যাবে। স্পিড ও পাওয়ার কন্ট্রোলের জন্য দেওয়া হয়েছে একাধিক গিয়ার মোড। পারফরম্যান্সের দিক থেকে FAM ১.০ একবার ফুল চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত এবং FAM ২.০ প্রায় ২০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।
আরও পড়ুন:তৈরি হল নয়া ইতিহাস! টেলিকম পরিষেবায় বিশ্বের শীর্ষ ৩ দেশের মধ্যে শামিল ভারত
ডিজাইনের ক্ষেত্রে কোমাকি পরিবারকেন্দ্রিক ব্যবহারকে অগ্রাধিকার দিয়েছে। স্কুটারের (Family SUV Scooter) আরামদায়ক আসন, ৮০ লিটারের বিশাল বুট স্পেস, ও সামনে ছোট ঝুড়ি এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য উপযুক্ত করে তুলেছে। মজবুত মেটালিক বডি, LED DRL ইন্ডিকেটর, হ্যান্ড ব্রেক ও ফুট ব্রেক স্কুটারটিকে দিয়েছে আরও আধুনিক চেহারা ও নিরাপত্তা।
কোমাকি জানিয়েছে, এই নতুন SUV স্কুটার (Family SUV Scooter) সিরিজ ভারতীয় গ্রাহকদের জন্য এমন এক নতুন অভিজ্ঞতা আনবে, যা একই সঙ্গে বিলাসিতা, আরাম ও সাশ্রয়— তিনটিকেই মিলিয়ে দেবে। সংস্থার আশা, এই মডেল দুটি দেশের ইলেকট্রিক যানবাহন বাজারে নতুন ট্রেন্ড স্থাপন করবে।