আত্মনির্ভরতাই লক্ষ্য! ভারতের প্রথম লিথিয়াম সেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে শুরু হচ্ছে উৎপাদন

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতের প্রথম লিথিয়াম সেল ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের (India’s first Lithium Cell Manufacturing Plant) প্রাক-উৎপাদন চালু করা হল। গত শুক্রবার ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর, তিরুপতিতে এই প্ল্যান্টটি চালু করেন। জানিয়ে রাখি যে, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দ্বারা প্রতিষ্ঠিত দু’টি ইলেকট্রনিক্স উৎপাদন ক্লাস্টারের একটিতে এই প্ল্যান্টটি অবস্থিত।

এদিকে, এই সফলরকালে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর ডিক্সন টেকনোলজিস এবং ইউনাইটেড টেলিলিংকের প্ল্যান্টও পরিদর্শন করবেন। তিনি মূলত, মুনোথ ইন্ডাস্ট্রিজের লিথিয়াম সেল উৎপাদন কেন্দ্রের উদ্বোধন করেন। উল্লেখ্য যে, এই প্ল্যান্টের ইনস্টল ক্ষমতা প্রতিদিন ২৭০ মেগাওয়াট এবং দৈনিক এটি ২০ হাজার সেল উৎপাদন করতে পারবে।

এছাড়াও, ভবিষ্যতে এর উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য যে, ভারত এই লিথিয়াম সেল উৎপাদন কারখানার সাহায্যে লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জন করতে চায়। পাশাপাশি, এর ফলে এই ব্যাটারির জন্য চিন সহ অন্যান্য দেশের ওপর নির্ভরতাও কমবে।

ভারতে লিথিয়াম সেল আমদানি: বর্তমানে, ভারত চিন, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং হংকং থেকে লিথিয়াম-আয়ন সেলের মোট প্রয়োজন মেটায়। এমতাবস্থায়, এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের সাহায্যে ভারত তার চাহিদা মেটাবে। এছাড়াও, এই প্ল্যান্ট ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভারতকে একটি গ্লোবাল কেন্দ্রে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করতেও সাহায্য করবে।

https://twitter.com/Rajeev_GoI/status/1570658144501788673?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1570658144501788673%7Ctwgr%5Ee86bc3f33d529de49b1caf73bdbd8f9d3f1fff68%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.jagranjosh.com%2Fcurrent-affairs%2Fmos-chandrasekhar-to-visit-lithium-cell-manufacturing-plant-in-tirupati-1663310243-2

লিথিয়াম সেলের ব্যবহার: ভারতে এই লিথিয়াম সেলগুলি পাওয়ার ব্যাঙ্কের মত যন্ত্রে ব্যবহৃত হয়। পাশাপাশি, লিথিয়াম সেল মোবাইল ফোন, ব্লুটুথ ডিভাইস এবং অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রীতেও বিপুলভাবে ব্যবহৃত হয়। এমতাবস্থায়, ওই প্ল্যান্টে এই ধরণের সেল তৈরি করা হবে। যা অন্য দেশের ওপর ভারতের লিথিয়াম সেলের জন্য নির্ভরতা কমিয়ে দেবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর