বড় ঘোষণা করল ISRO! ২০২৬ সাল পর্যন্ত স্থগিত ভারতের গগনযান মিশন, কারণ জানালেন সোমনাথ

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশের প্রথম মহাকাশচারী মিশন গগনযান ২০২৬ পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই মিশনটি আগামী বছর লঞ্চ হওয়ার কথা ছিল। এমতাবস্থায়, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ISRO (Indian Space Research Organisation) প্রধান এস সোমনাথ গগনযান মিশন এক বছর পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, মহাকাশে দেশের প্রথম মহাকাশচারী মিশনের আগে একাধিক ক্রুবিহীন টেস্ট ফ্লাইট সম্পন্ন করা হবে।

বড় ঘোষণা করল ISRO:

সম্প্রতি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির কিছু বিপত্তির কারণে, ISRO গগনযান মিশনের প্রস্তুতির বিষয়ে সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করছে। এই মিশনের সূচনা হলে, আমেরিকা, রাশিয়া এবং চিনের পর ভারত হবে চতুর্থ দেশ হিসেবে বিবেচিত হবে যারা মহাকাশে মহাকাশচারী পাঠাবে। ISRO-র বিস্তৃত প্রশিক্ষণ পদ্ধতি এবং চতুর্থ ক্রু বিহীন ফ্লাইট যুক্ত করাও এই মিশন স্থগিত করার কারণগুলির মধ্যে রয়েছে। গগনযান মিশনে এক বা দু’জন মহাকাশচারীকে পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার ওপরে লো আর্থ অরবিটে নিয়ে যাওয়া হবে।

India's Gaganyaan mission postponed till 2026 ISRO.

উল্লেখ্য যে, মার্কিন মহাকাশ সংস্থা NASA-র মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে প্রত্যাবর্তন বোয়িংয়ের স্টারলাইনার মহাকাশযানে প্রযুক্তিগত সমস্যার কারণে আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। এই বছরের জুনে, উইলিয়ামস এবং তাঁর সহকর্মী উইলমোর মাত্র আট দিনের মিশনে ISS-এ পৌঁছেছিলেন।

আরও পড়ুন: আর নেই উপায়! কেরিয়ার বাঁচাতে কোহলিকে অনুসরণ করার পরামর্শ পেলেন বাবর, অনুরাগীদের মধ্যে শুরু হইচই

তবে, স্টাইলাইনারের প্রযুক্তিগত সমস্যার কারণে তাঁদের প্রত্যাবর্তন স্থগিত করতে হয়। ISRO-ও এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে। গগনযান মিশনের নিরাপত্তা বাড়ানোর জন্য ISRO একাধিক পরীক্ষা করেছে। এর মধ্যে রয়েছে জরুরি স্থানান্তর প্রক্রিয়া এবং পুনরুদ্ধার ব্যবস্থার মূল্যায়ন। গগনযান মিশনের জন্য ক্রু প্রশিক্ষণ দেশের পাশাপাশি বিদেশেও চলছে। ভারতীয় বিমান বাহিনীর পরীক্ষামূলক পাইলট শুভাংশু শুক্লা এই মিশনের জন্য মহাকাশচারীদের প্রশিক্ষণের মধ্যে রয়েছেন।

আরও পড়ুন: Jio-Airtel-এর ঘুম উড়িয়ে দিল Vi! ২০ কোটি গ্রাহকের জন্য নিয়ে এল দুর্ধর্ষ প্ল্যান, দাম মাত্র এত টাকা

গগনযান মিশনের প্রস্তুতির অংশ হিসেবে এই বছরের শেষের দিকে G1 ফ্লাইট পরিচালিত হতে পারে। এই ফ্লাইটে পাঠানো হবে হিউম্যানয়েড রোবট ব্যোমিত্রকে। এই পরীক্ষায় বঙ্গোপসাগরে ফ্লাইট রি-এন্ট্রি, প্যারাসুটের ব্যবহার এবং কন্ট্রোলড স্প্ল্যাশডাউন পরীক্ষা করা হবে। G1-এর পরে, আরও তিনটি ক্রুবিহীন ফ্লাইট গগনযান মিশনের টেস্টিং পর্বটি সম্পূর্ণ করবে বলে জানা গিয়েছে।

ad

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর