অর্থনীতি নিচ্ছে রকেটের গতি! পূর্বাভাসে সংশোধন এনে ভারতের GDP বৃদ্ধির হার ৬.৮ শতাংশ করল Moody’s

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, গ্লোবাল রেটিং এজেন্সি Moody’s ২০২৪ ক্যালেন্ডার ইয়ারের জন্য ভারতের (India) আর্থিক বৃদ্ধির হারের অনুমান ৬.৮ শতাংশে বাড়িয়েছে। যদিও এর আগে, এই রেটিং এজেন্সি অনুমান করেছিল যে ২০২৪ সালে ভারতীয় অর্থনীতি ৬.১ শতাংশ হারে বৃদ্ধি পাবে। জানিয়ে রাখি যে, ২০২৩ সালে ভারতের অর্থনৈতিক পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে ভালো জায়গায় ছিল। আর এই কারণেই Moody’s এই বৃদ্ধির হারের পূর্বাভাস বাড়িয়েছে।

২০২৩ সালের ক্যালেন্ডার বছরের চতুর্থ ত্রৈমাসিকে ভারতের Gross Domestic Product অর্থাৎ GDP বৃদ্ধির হার বার্ষিক ভিত্তিতে ৮.৪ শতাংশ ছিল। এমন পরিস্থিতিতে, ২০২৩ সালের সমগ্ৰ বছরে ভারতীয় অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। এদিকে, Moody’s Investors Service সোমবার বলেছে যে সরকারের মূলধন ব্যয় এবং শক্তিশালী উৎপাদন কার্যক্রম ২০২৩ সালে বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ফলাফল দিয়েছে। Moody’s Investors Service মনে করেছে যে, বিশ্বব্যাপী স্তরে প্রতিকূল পরিস্থিতি এখন হ্রাস পেয়েছে। যার কারণে ভারত সহজেই ৬ থেকে ৭ শতাংশ বৃদ্ধি হাসিল করতে পারে।

India's GDP growth rate has been revised to 6.8 percent by Moody's

উল্লেখ্য যে, Moody’s তার গ্লোবাল ম্যাক্রো ইকোনমিক আউটলুক-২০২৪-এ জানিয়েছে যে, “ভারতের অর্থনীতি যথেষ্ট ভালো পারফর্ম করেছে এবং ২০২৩ সালে প্রত্যাশিত ডেটার চেয়ে শক্তিশালী হওয়ার কারণে, আমরা ২০২৪-এর জন্য বৃদ্ধির পূর্বাভাস ৬.১ শতাংশ থেকে ৬.৮ শতাংশে বৃদ্ধি করেছি।” এছাড়াও, G-20 দেশগুলির মধ্যে ভারতেই দ্রুত বর্ধনশীল অর্থনীতি পরিলক্ষিত হয়েছে বলেও সেখানে জানানো হয়েছে। পাশাপাশি, Moody’s-এর মতে, ভারতের GDP বৃদ্ধির হার ২০২৫ সালে ৬.৪ শতাংশ হতে পারে বলে অনুমান করা হয়েছে।

আরও পড়ুন: আরবের মাটিতে এক টুকরো অযোধ্যা! আবু ধাবির মন্দিরে উপচে পড়ল ভিড়, পৌঁছলেন ৬৫,০০০ মানুষ

এই রেটিং এজেন্সি জানিয়েছে যে, হাই-ফ্রিকোয়েন্সি সূচকগুলি ইঙ্গিত করে যে সেপ্টেম্বর এবং ডিসেম্বর ত্রৈমাসিক থেকে অর্থনীতির শক্তিশালী গতি ২০২৪ সালের মার্চ ত্রৈমাসিক পর্যন্ত অব্যাহত থাকবে। Moody’s জানিয়েছে, শক্তিশালী ভাবে GST সংগ্রহ, ক্রমবর্ধমান যানবাহন বিক্রয়, গ্রাহকদের আস্থা এবং ডাবল ডিজিট ক্রেডিট গ্রোথ দেখায় যে শহুরে চাহিদা শক্তিশালী রয়েছে। Moody’s বলেছে, “আমরা সাধারণ নির্বাচনের পর নীতিগত ফ্রন্টে ধারাবাহিকতা আশা করছি। এছাড়াও, পরিকাঠামোগত খাতকে এগিয়ে নেওয়ার কাজ অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস।”

আরও পড়ুন: ভিলেন সেই চোট! সূর্যকুমার-শামির পাশাপাশি এবারের IPL মিস ৬ জন খেলোয়াড়ের, ক্ষতির মুখে এই দলগুলি

রেটিং এজেন্সি আরও জানিয়েছে যে, যদিও বেসরকারি শিল্পে মূলধন ব্যয়ের বৃদ্ধি ধীর হয়েছে, তবে সরবরাহ শৃঙ্খলে বৈচিত্র্যের সুবিধা এবং সরকারের PLI প্রকল্পগুলিতে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার কারণে এটি বাড়বে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য যে, ২০২৪ সাল ভারতের পাশাপাশি, ইন্দোনেশিয়া, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন এবং আমেরিকার মতো একাধিক G20 দেশের জন্য একটি নির্বাচনী বছর। Moody’s জানিয়েছে, এইসব নির্বাচনে যেসব নেতা নির্বাচিত হবেন আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশি-বিদেশি নীতিতে তাঁদের প্রভাব পড়বে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর