আরবের মাটিতে এক টুকরো অযোধ্যা! আবু ধাবির মন্দিরে উপচে পড়ল ভিড়, পৌঁছলেন ৬৫,০০০ মানুষ

বাংলা হান্ট ডেস্ক: গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাত ধরে উদ্বোধন হয়েছে অযোধ্যার রাম মন্দির (Ayodhya Ram Mandir)। পাশাপাশি, সম্পন্ন হয়েছে রামলালার (Ramlala) প্রাণপ্রতিষ্ঠাও। সেই রেশ কাটতে না কাটতেই ইতিমধ্যেই দেশের গণ্ডি ছাড়িয়ে সংযুক্ত আরব আমিরশাহীতে (United Arab Emirates) উদ্বোধন হয়েছে হিন্দু মন্দিরের। যেটির উদ্বোধনেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে, মন্দিরটি উদ্বোধনের পর থেকেই সমগ্র সারা বিশ্ব থেকে ভক্ত এবং পর্যটকদের আকৃষ্ট করছে।

শুধু তাই নয়, সর্বসাধারণের জন্য খুলে দেওয়ার পর এই মন্দিরেও অযোধ্যার রাম মন্দিরের মতো ভিড় পরিলক্ষিত হচ্ছে। BAPS-এর পক্ষ থেকে বলা হয়েছে যে মন্দিরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হওয়ার পর প্রথম রবিবার প্রচুর ভিড় ছিল। গত ৩ মার্চ, অর্থাৎ রবিবার ৬৫,০০০-এরও বেশি ভক্ত ও পর্যটক ওই মন্দিরে পৌঁছেছিলেন। মন্দিরের দর্শনার্থীরা মন্দির খোলার জন্য আনন্দ প্রকাশ করেছেন এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য BAPS-এর স্বেচ্ছাসেবকদের এবং মন্দিরের কর্মীদেরও প্রশংসা করেছেন।

   

BAPS দ্বারা জারি করা একটি সরকারি বিবৃতি অনুসারে জানা গিয়েছে, জনসাধারণের জন্য উন্মুক্ত করার পর প্রথম রবিবারে ৬৫,০০০-এরও বেশি ভক্ত রবিবার আবু ধাবির হিন্দু মন্দির পরিদর্শন করেছিলেন। সকালে মন্দিরটি খোলার সাথে সাথে, ৪০,০০০-এরও বেশি পর্যটক বাস এবং গাড়িতে করে সেখানে প্রার্থনা করতে আসেন এবং সন্ধ্যায় ২৫,০০০-এরও বেশি পর্যটক সেখানে এসেছিলেন। এদিকে, প্রচণ্ড ভিড় সত্বেও ভক্তরা ২,০০০ জনের দলে জড়ো হয়ে ধৈর্য ধরে কোনো ধাক্কাধাক্কি ছাড়াই দেবতার দর্শনের অপেক্ষা করেন।

আরও পড়ুন: ভিলেন সেই চোট! সূর্যকুমার-শামির পাশাপাশি এবারের IPL মিস ৬ জন খেলোয়াড়ের, ক্ষতির মুখে এই দলগুলি

দর্শনের পর ভক্তরা “ধন্য”: এদিকে, মন্দির দর্শন করে অত্যন্ত খুশি ভক্তরা। আবু ধাবির সুমন্ত রাই তাঁর মন্দির দর্শনের পরিপ্রেক্ষিতে খালিজ টাইমসকে জানিয়েছেন, “আমি হাজার হাজার মানুষের মধ্যেও এভাবে মন্দির দর্শনের বিষয়টি আগে কখনও দেখিনি। আমি চিন্তিত ছিলাম যে আমাকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হবে এবং শান্তিতে দর্শন করতে পারব না। কিন্তু আমরা ভালোভাবে দর্শন পেয়েছিলাম এবং অত্যন্ত সন্তুষ্ট হয়েছি।” এদিকে, লন্ডন থেকে আগত ভক্ত প্রবীণা শাহ তাঁর এই মন্দিরে আসার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, “আমি প্রতিবন্ধী। হাজার হাজার দর্শনার্থী থাকা সত্বেও কর্মীরা আমার খেয়াল রেখেছেন। আমি তাঁদের ধন্যবাদ জানাতে চাই।”

আরও পড়ুন: জেনারেল বগির টিকিট নিয়ে AC কোচে উঠতেই রেগে আগুন TTE! মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেললেন বাইরে

পাশাপাশি, কেরালার বালাচন্দ্র বলেন, “বিশাল জনসমাগম দেখে ভেবেছিলাম এই জনসমুদ্রে হারিয়ে যাবো, কিন্তু বিষয়টা কতটা ভালোভাবে ম্যানেজ করা হয়েছে তাতে অবাক হয়েছি। শান্তিতে দর্শন উপভোগ করতে পেরেছি। এখন আমার পরবর্তী ভ্রমণের জন্য অপেক্ষা করছি।” এদিকে, ৪০ বছর ধরে দুবাইতে থাকা নেহা এবং পঙ্কজ জানিয়েছেন, “আমরা এই মুহুর্তটির জন্য অপেক্ষা করছিলাম। এটি একটি অলৌকিক ঘটনা। আমরা নিজেদের ধন্য মনে করি। কারণ এখন আমাদের কাছে এসে প্রার্থনা করার মতো একটা জায়গা আছে।” পোর্টল্যান্ড থেকে আসা পীযূষ বলেন, “মন্দিরটি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্যের সুন্দর উপস্থাপনা করেছে।” পাশাপাশি, মেক্সিকোর লুইস জানান, “পাথরগুলির স্থাপত্য আশ্চর্যজনক। মন্দিরে এসে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য দেখার সুযোগ পাওয়া যাচ্ছে।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর