রেকর্ডের ছড়াছড়ি! বিশ্ব প্যারা অ্যাথলেটিক্সে দুর্দান্ত পারফরম্যান্স ভারতের, অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

Published on:

Published on:

India's great performance at the World Para Athletics Championships.

বাংলা হান্ট ডেস্ক: ভারত বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Para Athletics Championships) দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেছে এবং ২২ টি পদক জিতেছে। গত রবিবার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সম্পন্ন হওয়া এই ইভেন্টে ভারত ২২ টি পদক (৬ টি সোনা, ৯ টি রুপো, ৭ টি ব্রোঞ্জ) জিতে ১দশম স্থানে রয়েছে।

বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Para Athletics Championships) দুর্দান্ত পারফরম্যান্স ভারতের:

২২ টি পদকের পাশাপাশি, ভারতীয় ক্রীড়াবিদরা ৩ টি চ্যাম্পিয়নশিপ রেকর্ড এবং ৭ টি এশিয়ান রেকর্ড স্থাপন করেছেন। এছাড়াও, ৯ বার চতুর্থ স্থান অর্জন করেছেন ও দেশে প্রথমবারের মতো সম্পন্ন হওয়া বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Para Athletics Championships) ৩০ টিরও বেশি ব্যক্তিগত সেরা অর্জন করেছেন।

এই আবহে, প্রধানমন্ত্রী মোদী ক্রীড়াবিদদের অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে প্রধানমন্ত্রী লিখেছেন, “আমাদের প্যারা অ্যাথলিটদের ঐতিহাসিক পারফরম্যান্স! এই বছরের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ (World Para Athletics Championships) খুবই বিশেষ ছিল। ভারতীয় দল তাদের সেরা পারফরম্যান্স দেখিয়েছে। ভারত ৬ টি সোনা সহ ২২ টি পদক জিতেছে। আমাদের ক্রীড়াবিদদের অভিনন্দন।”

আরও পড়ুন: মিলবে সুপারফাস্ট কানেক্টিভিটি! কবে লঞ্চ হবে BSNL 5G? জানিয়ে দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

তিনি আরও জানান, “তাঁদের সাফল্য অনেককে অনুপ্রাণিত করবে। আমি আমাদের দলের প্রত্যেক সদস্যের জন্য গর্বিত এবং তাঁদের ভবিষ্যতের প্রচেষ্টায় তাদের শুভকামনা জানাই। দিল্লিতে এই প্রতিযোগিতা আয়োজন করা ভারতের জন্যও সম্মানের। এই প্রতিযোগিতায় (World Para Athletics Championships) অংশ নেওয়া প্রায় ১০০ টি দেশের ক্রীড়াবিদ এবং সহযোগী স্টাফদের ধন্যবাদ।”

আরও পড়ুন: ডি গুকেশকে হারিয়ে “কুরুচিকর আচরণ” মার্কিন দাবাড়ুর! ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে শুরু সমালোচনা

জানিয়ে রাখি যে, ব্রাজিল ১৫ টি সোনা, ২০ টি রুপো এবং ৯ টি ব্রোঞ্জ সহ মোট ৪৪ টি পদক জিতে প্রথম স্থান অধিকার করেছে। চিন ১৩ টি সোনা, ২২ টি রুপো এবং ১৭ টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এদিকে ইরান ৯ টি সোনা, ২ টি রুপো এবং ৫ টি ব্রোঞ্জ পদক জিতে তৃতীয় স্থান অর্জন করেছে।
উল্লেখ্য যে, জওহরলাল নেহেরু স্টেডিয়ামে নবনির্মিত মন্ডো ট্র্যাকে অনুষ্ঠিত এই কঠিন প্রতিযোগিতায় ৩৫ টি বিশ্ব রেকর্ড এবং ১০৪ টি চ্যাম্পিয়নশিপ রেকর্ড তৈরি হয়েছে। ৪৪ টি দেশ কমপক্ষে একটি গোল্ড মেডেল জিতেছে এবং ৬৩ টি দেশ কমপক্ষে একটি পদক জিতেছে। প্রতিযোগিতাটি (World Para Athletics Championships) গত ২৭ সেপ্টেম্বর শুরু হয়েছিল।