BCCI-এর চাপ! বিশ্বকাপের শেষে এবং নতুন বছরে নিঃশ্বাস ফেলার সময় নেই রোহিতের ভারতীয় দলের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ শেষ হওয়ার পরেও নিঃশ্বাস খেলার সময় নেই রোহিত শর্মাদের। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ২০২৩-২৪ মরশুমের হোম সিজনের বিষয়ে ঘোষণা করেছে। তাদের দেওয়া সেই তথ্য অনুযায়ী আগামী বছর ও এই বছরের শেষ তারিখ মিলিয়ে ভারতীয় দল মোট ১৬ টি হোম ম্যাচ খেলতে চলেছে। অমিতাভ বিজয়বর্গীয়, জয়েন্দ্র সহগাল এবং হরি নারায়ণ পূজারির সমন্বয়ে গড়া ভারতীয় ক্রিকেট বোর্ডের ট্যুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটি এই ম্যাচ ও সিরিজগুলির ভেন‍্যু ঘোষণা করেছে।

new test team india

এই ঘোষণা অনুযায়ী বিশ্বকাপ শেষ হওয়ার পরেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটা যথার্থ মঞ্চ হতে চলেছে এই সিরিজ। ২৩ নভেম্বর থেকে আরম্ভ হয়ে ৩ রা ডিসেম্বর অবধি ভাইজাগ, মোহালি, গুয়াহাটি, নাগপুর ও হায়দ্রাবাদে এই ম্যাচগুলি আয়োজিত হবে। প্রসঙ্গত ওডিআই বিশ্বকাপ শুরু হওয়ার আগে সেপ্টেম্বর মাসের একদম শেষ দিকে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ওডিআই সিরিজ খেলবে ভারত।

এরপর রয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। গোটা ডিসেম্বর মাস জুড়ে চলবে সেই সফর। ভারতীয় দল দেশে ফেরার পর জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ফের তারা ক্রিকেটে ফিরবে। আফগানিস্তানের বিরুদ্ধে একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে সেই সিরিজে হয়তো তারকা ক্রিকেটাররা বিশ্রামে থাকবেন। ১১ ই জানুয়ারি থেকে ১৭ ই জানুয়ারি অবধি চলা ওই সিরিজটির তিনটি ম্যাচ আয়োজিত হবে মোহালি, ইন্দোর ও ব্যাঙ্গালোরে।

এরপরই টেস্ট ক্রিকেটে আবারও মাঠে নামতে দেখা যাবে ভারতীয় দলকে। ২৫ শে জানুয়ারী ২০২৪ থেকে আরম্ভ হতে চলা এই টেস্ট সিরিজটি চলবে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ, অর্থাৎ ১১ই মার্চ অবধি। নতুন আগ্রাসী নীতিতে ক্রিকেট খেলা ইংল্যান্ড দল ভারতের মাটিতে ফের একবার টেস্ট সিরিজ জিততে পারে কিনা সেইদিকে নজর থাকবে সকলের। এই সিরিজের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে হায়দ্রাবাদ, ভাইজাগ, রাঁচি, রাজকোট এবং ধর্মশালা শহরগুলিকে।