পাকিস্তানের টোটাল বাজেটের প্রায় দ্বিগুণ ভারতের সেনা বাজেট, তাজ্জব গোটা দুনিয়া

বাংলাহান্ট ডেস্কঃ ভারতের (india) কাছে পাকিস্তানের (pakistan) কোন তুলনাই চলে না। তবুও বারবার ভারতের পেছনে লাগতে চলে আসে ভিখারির দেশ পাকিস্তান। আবার ভারতে এমন কিছু পাকিস্তান প্রেমী রয়েছেন, যাদের মদতে পাকিস্তান আরও আশকারা পায়।

পাকিস্তান যে ভারতের থেকে কতটা পিছিয়ে রয়েছে, তা সোমবার ভারতের বাজেট পেশের মধ্য দিয়েই বোঝা গেছে। সোমবার এবছরের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেটে ভারতের বিভিন্ন খাতে কত অর্থ বরাদ্দ করা হয়েছে সমস্ত বিবরণ দেওয়া হয়েছে।

Nirmala Sitharaman India

এই বাজেটে শুধুমাত্র ২০২১-২০২২ সালের প্রতিরক্ষাখাতের বরাদ্দ অর্থের পরিমাণ রয়েছে ৬৭ বিলিয়ন ডলার, অর্থাৎ ৪ লক্ষ ৭৮ হাজার কোটি টাকা। অন্যদিকে জানলে অবাক হবেন, ২০২১-২০২২ সালের মধ্যে পাকিস্তানের স্বাস্থ্যখাতে, প্রতিরক্ষাখাতে, শিক্ষাখাতে অর্থাৎ সব মিলিয়ে দেশের আর্থিক বাজেট মাত্র ৪৪ বিলিয়ন ডলার। অর্থাৎ, যে পরিমাণ অর্থ ভারত শুধুমাত্র প্রতিরক্ষাখাতে ব্যয় করছে, তাঁর অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ অর্থ দিয়ে গোটা বছরের পাকিস্তানের খরচ চালায় ইমরান খান।

তবে পাকিস্তানের সঙ্গে তুলনা করে সময় নষ্ট করার থেকে চীনের দিকে গুরুত্ব দেওয়াটাই ভারতের কাছে প্রয়োজনের। বর্তমানে চীন সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির কথা চিন্তা করে অর্থমন্ত্রী বাজেটের বিষয়ে ভারতের প্রতিরক্ষা বিষয়ক ৩ বিভাগের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। করোনা সংকটের মধ্যেও প্রতিরক্ষাখাতে গত বছরের তুলনায় ১.৪ শতাংশ বাড়িয়েছে ভারত।

bvvnnnld

প্রতিরক্ষাখাতের অতিরিক্ত অর্থ বরাদ্দের ফলে যুদ্ধ ক্ষেত্রে সেনাদের মিশাইল, ফাইটার জেট, রকেট, সাবমেরিনের মত শক্তিশালী আধুনিকমানের হাতিয়ার ব্যবহার করতে পারবে ভারতোয় সেনাবাহিনী। কিন্তু এরপরও ভারতের প্রতিরক্ষা বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই, আমেরিকা এবং চীনের সঙ্গে তুলনা টেনে ১০০ বিলিয়ন ডলার করার কথা বলছেন। তবে জানিয়ে রাখি, কিন্তু সেনাদের বাজেট এখানেই সীমাবদ্ধ থাকে না। প্রয়োজনে তারা অতিরক্ত অর্থের হাতিয়ারও ক্রয় করতে পারেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর