নির্বাচনের আগে আচমকাই সরানো হল রাজ্য নির্বাচন কমিশনের তিন শীর্ষ আধিকারিককে, চাঞ্চল্য রাজনৈতিক মহলে

বাংলা হান্ট ডেস্কঃ আর মাস কয়েকের মধ্যে রাজ্যে নির্বাচন। কিছুদিনের মধ্যেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হবে। আর এমত অবস্থায় রাজ্যের নির্বাচন কমিশনের তিন শীর্ষ আধিকারিককে বদলি করা নিয়ে চাঞ্চল্য ছড়াল। গতকাল সোমবার আচমকাই রাজ্যের নির্বাচন কমিশনের তিন আধিকারিককে বদলি করা হয়, এই প্রসঙ্গে রাজ্য সরকারকেও অবগত করা হয়েছে। হঠাৎ করে এই বদলি নিয়ে প্রশ্ন উঠছে নানান মহলে।

রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের দফতর থেকে এর আগে কোনদিনও কোনও অফিসারকে সরানো হয়নি, তাই এই বদলি নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। অমিতজ্যোতি ভট্টাচার্য, শৈবাল বর্মণ এবং অনামিকা চট্টোপাধ্যায়কে গতকাল বদলি করা হয়েছে। মিডিয়া সেলের দায়িত্বে ছিলেন অমিতজ্যোতি ভট্টাচার্য, ভোটের প্রচার সংক্রান্ত কাজকর্ম দেখতেন শৈবাল বর্মণ আর EVM ও ভোটকর্মীদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন অনামিকা ভট্টাচার্য।

রাজ্য নির্বাচন কমিশনের এই তিন আধিকারিকের মধ্যে দুজন হলেন WBCS অফিসার আর একজন হলেন IAS অফিসার। রাজ্য নির্বাচন কমিশনের এই তিন আধিকারিককে আচমকাই সরিয়ে দৃষ্টান্ত তৈরি করা হয়েছে বলে দাবি ওয়াকিবহল মহলের। এনারা তিন জনই দীর্ঘদিন ধরে রাজ্য নির্বাচন কমিশনের ডেপুটি CEO পদে কর্মরত ছিলেন। যদিও কমিশন জানিয়েছে যে, নির্বাচনের আগে এটা রুটিন বদলি মাত্র।

কিছুদিন আগেই রাজ্যে এসেছিলেন নির্বাচন কমিশনার সুনীল আরোরা সহ ফুল বেঞ্চ। ওনার উপস্থিতিতে একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়, তখন বিজেপি সহ বাকি বিরোধী দল গুলো রাজ্য নির্বাচন কমিশনে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা আধিকারিকদের বদলি করার দাবি তোলা হয়েছিল। তাঁরা জানিয়েছিলেন যে, নিয়ম মাফিক ৩ বছর অন্তর অন্তর আধিকারিকদের বদলি হয়, কিন্তু দীর্ঘদিন দায়িত্বে থাকার পরেও এনাদের বদলি হয়নি। বিরোধী দল গুলোর অভিযোগের পরেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে কিনা, সেটাই দেখার বিষয়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর