ম্যাচ ফিক্সিংয়ের বেশিরভাগ ঘটনায় ভারতের নাম জড়িত, বিস্ফোরক ICC

2013 সালে আইপিএলে যে স্পট ফিক্সিং কাণ্ড হয়েছিল সেটা সারা বিশ্ব ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল। তার আগে যে ক্রিকেটে কখনো ফিক্সিং হয় নি এমনটা নয়, তবে 2013 সালের ফিক্সিংয়ের ঘটনা ক্রিকেট ইতিহাসে কার্যত একটি কলঙ্কিত ঘটনা হিসেবে পরিচিত। আগেও ক্রিকেটে অনেক বার ফিক্সিংয়ের কান্ড হয়েছে তবে 2013 সালের মতো এত বড় ফিক্সিং কাণ্ড আগে কখনো হয়নি। তাই এই ঘটনা আইসিসি এবং বিসিসিআইকে পুরোপুরিভাবে নাড়িয়ে দিয়েছিল। তারপর থেকে আইসিসি এবং বিসিসিআই যৌথভাবে ক্রিকেট থেকে ফিক্সিং দূর করার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি।

তারপর ক্রিকেটে একের পর এক স্পট ফিক্সিং এর কান্ড সামনে আসতে থাকে। এবার আইসিসির দুর্নীতি দমন শাখা সরাসরি দাবি করে বসলেন যে স্পট ফিক্সিংয়ের যাবতীয় ঘটনায় নাম জড়িয়ে থাকে ভারতের। আইসিসির দুর্নীতি দমন শাখার এক কর্তা স্টিভ রিচার্ডসন ভারতীয় ক্রিকেটের কালো দিক গুলি তুলে ধরে বললেন এই মুহূর্তে দুর্নীতিবাজদের বিচরণক্ষেত্র হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেট।

24371735169362f34651ba3aa61f9d2069318b7914a941003795395dbf9e07bf7489acaf3

স্টিভ রিচার্ডসন বলেন জাতীয় পর্যায়ে সুযোগ না পেয়ে এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিয়েছে জুয়াড়িরা। আমরা ইতিমধ্যেই পঞ্চাশটি বিশেষ স্পট ফিক্সিং নিয়ে তদন্ত করছি যার মধ্যে বেশির ভাগটাই রয়েছে ভারতীয় ক্রিকেটে। তিনি বলেন অন্যান্য ক্রিকেট বোর্ড গুলি স্পট ফিক্সিং নিয়ে কড়া আইন জারি করলেও ভারতে এখনও পর্যন্ত এই ব্যাপারে কোন আইন জারি করা হয়নি। কোন ক্রিকেটার স্পট ফিক্সিং করলে তাকে খুব কম মেয়াদের শাস্তি দেওয়া হয়। তাই তারা ফিরে এসে আবার এই একই অপরাধ করে।


Udayan Biswas

সম্পর্কিত খবর