বাংলা হান্ট ডেস্কঃ ভারতের (India) FDI এর নিয়ম বদলানোর পর চিন (China) প্রতিক্রিয়া দিয়েছে। ভারতে থাকা চিনের রাজদূত এই বদলকে WTO এর নিয়মের বিরুদ্ধে জানিয়েছে। চিনের তরফ থেকে বলা হয়েছে যে, চিন ভারতে অনেক বড় বিনিয়োগ করেছে। ভারত চীনে আট বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে। চিনের বিনিয়োগের কারণে ভারতে অনেক চাকরীর সুযোগ তৈরি হয়েছে। চিন দ্বারা সম্প্রতি করা বিনিয়োগের কোন খারাপ উদ্দেশ্য নেই।
India's new FDI norms violate WTO principle of non-discrimination: China
Read @ANI story | https://t.co/Z3V21FYfdE pic.twitter.com/ql7gVotngH
— ANI Digital (@ani_digital) April 20, 2020
উনি জানান, ভারতের তরফ থেকে চিনের বিনিয়োগ রোখার জন্য নেওয়া পদক্ষেপ WTO এর নিয়ম বিরোধী। চিন এখন এটা শুধু ভারতকে একটি চিঠি লিখে জানিয়েছে, আগামী দিনে এর বিরুদ্ধে WTO তেও যেতে পারে।
চিন থেকে আশা সমস্ত বিনিয়োগের উপর কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ নিয়েছে। সরকার আদেশ জারি করে বলেছে যে, যেই যেই দেশ ভারতের সীমান্তের পাশেই আছে, এবার থেকে তাদের ডাইরেক্ট ইনভেস্ট করার আগে সরকারের থেকে অনুমতি নিতে হবে। এতদিন এই বিনিয়োগ অটোমেটিক রুটের মাধ্যেমে যেত। এবার থেকে চিন সমেত সমস্ত দেশের এফডিআই নিয়ে অনুমতি নিতে হবে।
ম্যানেজমেন্ট কন্ট্রোলে প্রভাব পড়া FDI এর অনুমতি নেওয়া আবশ্যক হবে। আপানদের জানিয়ে দিই, জার্মানি, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি এই একই পদক্ষেপ নিয়েছে। করোনার কারণেই সমস্ত দেশ গুলো এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। সরকারের এই পদক্ষেপের একমাত্র লক্ষ্য হল, ভ্যালুয়েশন কমে যাওয়া সুবিধা নেওয়া দেশ গুলোর উপর কড়া ব্যবস্থা নেওয়া। সরকার এই সিদ্ধান্ত সম্প্রতি চিনের সেন্ট্রাল ব্যাংক দ্বারা HDFC এর অংশিদারিত্ব ১ শতাংশ থেকে কিছু বাড়ানোর পর নেওয়া হয়েছে। উল্লেখ্য, এখন এমন খবর আসছে যে, করোনার কারণে গোটা বিশ্বে সঙ্কটের মহলের মধ্যে চিন চারিদিকে নিজেদের বিনিয়োগ বাড়িয়ে নিতে চাইছে।