ভারতে দারিদ্র্যের হার নেমেছে ৫ শতাংশে! সরকারি রিপোর্টের পরিপ্রেক্ষিতে জানালেন নীতি আয়োগের CEO

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। মূলত, সরকারের (Government) তরফে ১১ বছর পর গৃহস্থের মাসিক খরচ নিয়ে ফের রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আর ওই রিপোর্টের পরিপ্রেক্ষিতে নীতি আয়োগের (Niti Aayog) CEO বিভিআর সুব্রহ্মণ্যম (B. V. R. Subrahmanyam) বড় দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে, দেশে (India) দারিদ্র্য ৫ শতাংশে নেমে এসেছে। এছাড়াও, তিনি আরও বলেন এই তথ্য থেকেই এটাও স্পষ্ট হয়েছে যে গ্রামীণ অর্থনীতি ক্রমশ এগোচ্ছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মূলত ওই রিপোর্টের মাসিক খরচের পরিসংখ্যান খতিয়ে দেখে দাবি করা হয়েছে যে দেশে দারিদ্র্যের হার ৫ শতাংশে নেমেছে। তবে, সামগ্রিকভাবে দেশের আসল দরিদ্র মানুষের সংখ্যা নিয়ে বিতর্ক থেকে গেছে। সম্প্রতি প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী সামনে এসেছে যে, ২০২২-২৩ অর্থবর্ষে ভারতের গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচের পরিমাণ ছিল ৩,৭৭৩ টাকা। এদিকে শহুরে গৃহস্থের পরিসংখ্যানের দিক থেকে মাসিক গড় খরচের পরিমাণ ছিল ৬,৪৫৯ টাকা।

India's poverty rate has dropped to 5 percent

এমতাবস্থায়, মাসিক গড় খরচের নিরিখে ভারতের শহর এবং গ্রামের মধ্যে এখন পার্থক্য দাঁড়িয়েছে ৭১.২ শতাংশ। এদিকে, এর আগে আমরা যদি ২০০৪-০৫ অর্থবর্ষের এই পরিসংখ্যানের দিকে তাকাই সেক্ষেত্রে এই পার্থক্য ছিল ৯০ শতাংশে। উল্লেখ্য যে, আয়ের ওপর ভর করে জনসংখ্যার শ্রেণিভাগ করা হলে দেখা যাবে, আয়ের নিরিখে নীচের ৫ শতাংশে থাকা শহুরে মানুষের গড় মাসিক খরচের পরিমাণ ২০২২-২৩ অর্থবর্ষে ছিল ২,০০১ টাকা ছিল। অপরদিকে গ্রামে আয়ের নিরিখে নীচের ৫ শতাংশে থাকা গৃহস্থের মাসিক গড় খরচ হল ১,৩৭৩ টাকা।

আরও পড়ুন: “ভারতীয় সেনার প্রসঙ্গে মিথ্যে বলেছেন মুইজ্জু”, এবার মলদ্বীপের প্রাক্তন মন্ত্রী ফাঁস করলেন আসল সত্য

এর পাশাপাশি আয়ের নিরিখে শীর্ষ ৫ শতাংশে থাকা শহুরে গৃহস্থের গড় মাসিক খরচের পরিমাণ ২০,৮২৪ টাকা। এছাড়াও, আয়ের নিরিখে শীর্ষ ৫ শতাংশে থাকা গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচ রয়েছে ১০,৫০১ টাকায়। সামগ্রিকভাবে সদ্য প্রকাশিত রিপোর্ট থেকে স্পষ্ট হয়েছে যে, ১১ বছরে গ্রামীণ গৃহস্থের গড় মাসিক খরচ বেড়েছে ২,৩৪৩ টাকা। উল্টোদিকে শহুরে গৃহস্থ বাড়ির গড় মাসিক খরচের পরিমাণ বেড়েছে ২,৬৮৬ টাকা। পাশাপাশি, এই রিপোর্টে আরও কিছু বিষয় স্পষ্ট হয়েছে।

আরও পড়ুন: স্ত্রীর সাথে ঝগড়া করে বাজারে গিয়েই খুলল ভাগ্য! ৩০ টাকার লটারি কিনে কোটিপতি হলেন নাপিত

জানা গিয়েছে, ভারতীয়রা সাম্প্রতিক সময়ে চাল-ডালের মতো রোজকার খাবারের থেকে প্রক্রিয়াজাত খাবারের ওপর বেশি খরচ করছে। শুধু তাই নয়, টিভি, এসি, ফ্রিজের মতো ইলেকট্রনিক সামগ্রীর কক্ষেত্রেও সাধারণ মানুষের খরচ বেড়েছে। এর পাশাপাশি, আরও বিভিন্ন ধরণের পরিষেবাতেও খরচ বৃদ্ধি পেয়েছে ভারতীয়দের।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর