বাংলা হান্ট ডেস্ক: গত ২৭ অগাস্ট আচমকাই IPL থেকে অবসরের ঘোষণা করেছেন ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যদিও, তার আগেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তবে, এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি নাম। মূলত, দীর্ঘ ২৫ বছর ধরে পেশাদার ক্রিকেটে সক্রিয়ভাবে যুক্ত থাকার পর ভারতের আরেক স্পিনার
অমিত মিশ্র (Amit Mishra) ৪ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার ক্রিকেটের প্রতিটি ফরম্যাট থেকে অবসরের ঘোষণা করেছেন। অর্থাৎ, তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট এবং IPL-এর পাশাপাশি ভারতের ঘরোয়া ক্রিকেটেও দেখা যাবে না। তবে, এখন তিনি বিশ্বের অন্যান্য T20 লিগে খেলতে পারবেন।
অবসর নিলেন অমিত মিশ্র (Amit Mishra):
ভারতের অন্যতম ধারাবাহিক বোলার অমিত মিশ্র (Amit Mishra) তাঁর অবসরের কারণও জানিয়েছেন। যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অমিত মিশ্র বলেন, তরুণ প্রজন্মকে যাতে বড় মঞ্চে উজ্জ্বল হওয়ার সুযোগ দেওয়া যায় সেই ভাবনাকে সামনে রেখেই তিনি অবসরের সিদ্ধান্ত নেন। একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে অমিত মিশ্র তাঁর অবসরের কথা জানান।
অমিত মিশ্রের কেরিয়ার: জানিয়ে রাখি যে, অমিত মিশ্র (Amit Mishra) ভারতের হয়ে ২২ টি টেস্ট, ৩৬ টি ODI এবং ১০ টি T20 আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৩ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন এবং ২০১৭ সালে অমিত মিশ্র তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেন। তিনি গত ৮ বছর ধরে IPL এবং ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন। টেস্টে অমিত মিশ্র ৭৬ টি, ODI-তে ৬৪ টি এবং T20-তে ১৬ টি উইকেট নিয়েছেন। IPL-এ তাঁর ১৭৪ টি উইকেট রয়েছে। এই তারকা স্পিনারের ১৫২টি প্রথম শ্রেণির এবং লিস্ট এ ম্যাচ খেলার অভিজ্ঞতাও রয়েছে। তিনি তাঁর ক্যারিয়ারে ২৬৯ টি T20 ম্যাচও খেলেছেন।
আরও পড়ুন: এবার ইডির রাডারে শিখর ধাওয়ান! আজকেই জিজ্ঞাসাবাদ, ব্যাপারটা কী?
সমগ্র কেরিয়ার জুড়ে, অমিত মিশ্র (Amit Mishra) তাঁর স্পিন বোলিং দক্ষতা দিয়ে ভারতের হয়ে অনেক ম্যাচ জিতিয়েছেন। পাশাপাশি, IPL-এও তিনি একজন কিংবদন্তি খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। অবসরের প্রসঙ্গে অমিত মিশ্র জানিয়েছেন, “ক্রিকেট জীবনের এই ২৫ বছর আমার স্মরণীয় হয়ে আছে। এই সময়ে আমার পাশে থাকা BCCI, প্রশাসন, হরিয়াণা ক্রিকেট অ্যাসোসিয়েশন, সাপোর্ট স্টাফ, আমার সতীর্থ এবং আমার পরিবারের সদস্যদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।”
আরও পড়ুন: “আর্থিক দিক থেকে মহাশক্তিশালী ভারত”, চিনের মাটি থেকেই ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা দিলেন পুতিন
তিনি (Amit Mishra) আরও জানান, “আমি অনুরাগীদের ধন্যবাদ জানাতে চাই। যখন এবং যেখানেই আমি খেলেছি আমার এই সফরকে তাঁদের ভালোবাসা এবং সমর্থন স্মরণীয় করে তুলেছে। ক্রিকেট আমাকে অসংখ্য স্মৃতি এবং অমূল্য শিক্ষা দিয়েছে এবং মাঠে কাটানো প্রতিটি মুহূর্ত এমন একটি স্মৃতি হয়ে উঠেছে, যা আমি সারা জীবন আমার সঙ্গে রাখব।” উল্লেখ্য যে, ভবিষ্যতে অমিত মিশ্র কোচিং, কমেন্ট্রি এবং তরুণ ক্রিকেটারদের পথপ্রদর্শক হিসেবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে চান।