বিরোধীদের মুখে ঝামা! দেশে রেকর্ড পরিমাণে কমল বেকারত্বের হার, SBI-এর রিপোর্টে মোদীর মুখে হাসি

বাংলা হান্ট ডেস্ক: বিরোধীদের মুখে ঝামা! ভারতে (India) রেকর্ড পরিমাণ কমল বেকারত্বের হার (Unemployment Rate)। মঙ্গলবার এমনটাই রিপোর্ট দিল এসবিআই রিসার্চ (SBI Research)। ভারতে সাম্প্রতিককালে ব্যবসা বা স্ব-উদ্যোগে কর্মসংস্থান বেড়েছে এমনটাই জানানো হয়েছে এই রিপোর্টে।

এসবিআই রিসার্চের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের শ্রমবাজার একটি গভীর পরিকাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ, আরও বেশি সংখ্যক মানুষ উচ্চ শিক্ষার সঙ্গে নিজ উদ্যোগে কিছু করা বা নিজ উদ্যোগে কর্মসংস্থান সৃষ্টিকে প্রাধান্য দিচ্ছে। এক কথায় যাকে বলা যায়, ভারতীয়রা আরও বেশি করে ব্যবসা শিখছে। আর এই ব্যবসায়িক কার্যকলাপের মধ্য দিয়েই দেশজুড়ে কর্মসংস্থানের (Job Opportunity) সৃষ্টি হচ্ছে।

ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস (National Sample Survey) থেকে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হচ্ছে, ২০১৮ সালে যেখানে বেকারত্বের হার ছিল ৬.১ শতাংশ, সেটাই ২০২৩ সালে কমে দাঁড়িয়েছে ৩.২ শতাংশে।

তবে এই বেকারত্বের (Unemployed) হার যখন কমেছে, সেই সঙ্গে জোগান বেড়েছে শ্রমেরও। আগে যেখানে শ্রম বাহিনী অংশগ্রহণের হার ছিল ৩৬.৯ শতাংশ, সেটাই এখন বেড়ে হয়েছে ৪২.৪ শতাংশ। উল্লেখযোগ্যভাবে, ভারতে বেড়েছে মহিলা শ্রম বাহিনীর সংখ্যাও।

আরও পড়ুন: ৫০০ থেকে বেড়ে ১২৫০ টাকা! ভোটের আগে ‘লক্ষ্মীর ভান্ডার’ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, সম্প্রতি কেন্দ্রের মুদ্রা যোজনা এবং ছোট বিক্রেতাদের জন্য ক্ষুদ্র ঋণের মাধ্যমে ব্যবসায়িক উদ্যোগকে উৎসাহ দেওয়া হয়েছে। যদিও ওই রিপোর্টে বলা হয়েছে বেকারত্ব সর্বদা একটি বিতর্কিত এবং রাজনৈতিক সমস্যা এবং উন্নয়নশীল অর্থনীতির বাজারে বিভিন্ন সময় বিভিন্নভাবে এগুলোকে প্রদর্শন করা হয়।

unemployment

এদিকেও ওই রিপোর্টে বলা হয়েছে দেশে যুবকদের বেকারত্বের হারও অনেকটা কমেছে। PLFS-এর সমীক্ষায়, এই বেকারি গত তিন বছরে ১২.৯ শতাংশ থেকে ১০ শতাংশে নেমে এসেছে।

স্বাভাবিকভাবেই লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে এমন পরিসংখ্যান সামনে আসায় যথেষ্ট স্বস্তিতে মোদী সরকার (Modi Sarkar) । বেকারত্ব যেখানে একটি জাতীয় ইস্যু, সেক্ষেত্রে এই ইস্যুকে পাল্টা ঘুঁটি হিসেবে সাজিয়ে ময়দানে নামতে পারে বিজেপি (BJP)।

Avatar
Monojit

সম্পর্কিত খবর