বাংলাহান্ট ডেস্ক : আর পাঁচজনের মতোই একাদশ শ্রেণির ছাত্র। মিতভাষী, ছিমছাম এই ছেলেটিকে দেখলে বোঝাই যায় না ইনি বর্তমানে ভারতবর্ষের সর্বকনিষ্ঠ বিজ্ঞানী। যার অনুপ্রেরণায় তৈরি হয়েছে বায়ো প্লাষ্টিক। ডাক এসেছিল নাসা- হার্ভার্ড থেকে। করেছেন রেকর্ড। বিশ্বে বৈজ্ঞানিক মহলে নাম উজ্জ্বল করেছেন ভারত মায়ের।
কথা হচ্ছে অপরূপ রায়কে নিয়ে। বর্তমানে সে একাদশ শ্রেণির ছাত্র। বাস দুর্গাপুরের গোপালনগরে। কিন্তু এত কম বয়সেই নাম তুলে ফেলেছেন ইন্ডিয়া বুকস অফ রেকর্ডে।”সুপার থার্টি” তে নাম নথিভুক্ত করে ফেলেছেন এই পড়ুয়া। মাত্র ১৭ বছর বয়সেই করেছেন একাধিক রেকর্ড। কাজের জন্য ডাক পেয়েছেন নাসা, হার্ভার্ড থেকেও।
কিছুদিন আগেই হৃত্বিক রোশন অভিনীত “সুপার থার্টি” বলে একটি চলচ্চিত্র নির্মিত হয়। সেই চলচ্চিত্রে একটি ম্যাথমেটিক্যাল গ্যাজেটের কথা উল্লেখ করা হয়। সেই ম্যাথমেটিক্যাল গ্যাজেটে নাম রয়েছে এই ক্ষুদে বিজ্ঞানীর। বর্তমানে পরিবেশ ক্ষতির জন্য ৭৫ মাইক্রোনের নিচের প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। ঠিক এমন সময় অপরূপ তৈরি করেছেন বায়োপ্লাস্টিক। যদিও এই বায়োপ্লাস্টিক তৈরির পরিকল্পনা অনেক আগেই মাথায় এসেছে অপরূপের।
পড়াশোনার পাশাপাশি অপরূপ প্রস্তুতি নিচ্ছেন ভবিষ্যতে আইআইটি তে ভর্তি হওয়ার জন্য। অপরূপের বাবা একজন ইঞ্জিনিয়ার। বর্তমানে পড়াশোনার পাশাপাশি অনলাইনে নাসার হয়ে কাজও চালিয়ে যাচ্ছেন অপরূপ। যদি অপরূপ জানিয়েছেন এই কাজের জন্য তিনি কোন পারিশ্রমিক নেন না। তিনি জানিয়েছেন ভবিষ্যতে ইসরোর হয়ে কাজ করতে চান তিনি। একমাত্র বাঙালি হিসাবে প্রাইড অফ বেঙ্গল পুরস্কারও পেতে চলেছেন তিনি। তিনি সীমিত সংখ্যক ভারতবাসীর মধ্যে একজন হিসাবে Crown of Excellence পুরস্কার পেয়েছেন। সবমিলিয়ে বলা যায় এক নজির সৃষ্টি করেছেন তিনি।