বিবাহ বিচ্ছেদের পথেই এগোচ্ছেন? অবশেষে বরখার সঙ্গে সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খুললেন ইন্দ্রনীল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড তথা টলিউডে ইন্দ্রনীল সেনগুপ্ত (indraneil sengupta) এবং বরখা বিশত সেনগুপ্তের (barkha bisht) বিয়ে ভাঙার গুঞ্জন নিয়েই সরগরম। মাস কয়েক ধরে নেটপাড়ায় হট গসিপের যোগান দিয়ে চলেছে এই গুঞ্জন। বেশ কিছুদিন আগেই গুঞ্জন শোনা গিয়েছিল স্ত্রী বরখার সঙ্গে নাকি মোটেই আর বনিবনা হচ্ছে না ইন্দ্রনীলের। মাঝে ধামাচাপা পড়ে গেলেও এখন ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিতর্ক।

টলিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেততা ইন্দ্রনীল নাকি আলাদা থাকছেন স্ত্রী বরখার থেকে। দীর্ঘ ১৩ বছরের দাম্পত‍্য জীবন তাঁদের। রয়েছে এক ফুটফুটে কন‍্যা সন্তানও। কোনোদিন কোনো মনোমালিন‍্যের খবর শোনা যায়নি ইন্দ্রনীল বরখার সংসারে। এখন তাঁরাই নাকি গত কয়েক মাস ধরে হাঁড়ি আলাদা করেছেন।


বিচ্ছেদের খবর চেপে রাখতে অনেক চেষ্টাই করেছিলেন তারকা দম্পতি। কিন্তু কথায় বলে সুখবরের থেকে কেচ্ছা কাহিনির খবর আগে ছড়ায়। শোনা যাচ্ছে ইন্দ্রনীল নাকি এখন থাকছেন তাঁর মা বাবার সঙ্গে। অপরদিকে ফ্ল‍্যাটে মেয়েকে নিয়ে একাই রয়েছেন বরখা। ব‍্যক্তিগত জীবনের পাশাপাশি সোশ‍্যাল জগতেও দেখা গিয়েছে বিচ্ছেদের আভাস। বেশ কিছুদিন আগেই ইন্দ্রনীলকে ‘আনফলো’ করেছেন বরখা। পালটা গত মাসের শুরুতেই বরখাকে আনফলো করেছেন অভিনেতা।

সদ‍্য নিজের ব‍্যক্তিগত জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুলেছেন ইন্দ্রনীল। এক সংবাদ মাধ‍্যমের কাছে তাঁর দাবি, নেটমাধ‍্যম হোক বা সংবাদ মাধ‍্যম কোথাওই নিজের ব‍্যক্তিগত জীবন নিয়ে টুঁ শব্দটি করেননি। ব‍্যক্তিগত জীবন ব‍্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেতা।

তিনি বলেন, যারা তারকা তাদের ব‍্যক্তিগত জীবন সবসময় মানুষের চোখের সামনে হয়। ব‍্যক্তিগত জীবনের ঘটনা নিয়েও কথা শুনতে হয় তারকাদের। কিন্তু নিজেকে সচেতন ভাবেই এসবের থেকে দূরে রেখেছেন ইন্দ্রনীল।

অপরদিকে নিন্দুকরা ইতিমধ‍্যেই এই কেচ্ছায় টেনে এনেছে অভিনেত্রী ইশা সাহার নাম। এর আগেও ইন্দ্রনীল ও ইশার নাম জড়িয়ে এমন গুঞ্জন উঠেছিল। ‘তরুলতার ভূত’নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল। বিপরীতে ছিলেন ইশা। শোনা যায়, ছবির সেটে দুজনের ঘনিষ্ঠতা চোখে পড়েছিল অনেকেরই। কিন্তু তখন কেউ পাত্তা দেয়নি তেমন। মার্চের পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় একে অপরের পরের সঙ্গে ছবি দেওয়া বন্ধ করে দেন ইন্দ্রনীল ও বরখা।

এই বিষয়ে তখন ইশা বলেছিলেন, অনেকে বলে নায়িকা হওয়া ও গুজব রটা নাকি একটা ‘প‍্যাকেজ’। আগে এই ধরনের গুজব রটলে মন খারাপ হত। এখনো হয় তবে অনেকটাই সয়ে গিয়েছে বলে জানান ইশা। তাঁর পরিবারে তিনিই প্রথম যিনি অভিনয় জগতে এসেছেন। তাই এই ধরনের গুজব তাঁর আত্মীয় স্বজনের কানে গেলে তারা কী ভাববেন সেই চিন্তাই ভাবায় ইশাকে। গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন ইন্দ্রনীলও। তিনি তখন বলেছিলেন তাঁদের দাম্পত‍্য জীবনে কোনো ফাটলই ধরেনি।

X