স্বস্তিকার জন‍্য ‘কুলের আচার’এরই প্রচার হচ্ছে, বিতর্ক নিয়ে তীব্র খোঁচা ইন্দ্রাণী হালদারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: স্বজনপোষন ভর্তি টলিউডে। ইন্ডাস্ট্রির প্রথম সরির প্রযোজনা সংস্থা এসভিএফ এর বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ‍্যায় (Swastika Mukherjee) দাবি করেছেন, ওদের নিজেদের প্রযোজিত ছবি মুক্তি পেতে আগে মুক্তিপ্রাপ্ত ‘শ্রীমতী’কে কোণঠাসা করে দিয়েছে। ব‍্যবসা তলানির মুখে স্বস্তিকার।

এসভিএফ কোনো মন্তব‍্য না করলেও মুখ খুলেছেন বিতর্কিত ‘কুলের আচার’ ছবির অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Halder)। দীর্ঘ ৫ বছর পর আবারো সিনেমায় কামব‍্যাক করেছেন তিনি। আর স্বস্তিকা নিজে থেকেই তাঁর ছবির প্রচার করে দিলেন, খোঁচা ইন্দ্রাণীর।


এখানেই না থেমে অভিনেত্রী জানান, কুলের আচার ইতিমধ‍্যে হাউজফুল হতে শুরু করেছে। নন্দনেও জায়গা পেয়েছে। প্রথম সপ্তাহটা যে ভালোয় ভালোয় কাটবে তাতে সন্দেহ নেই। দ্বিতীয় সপ্তাহ থেকেই আসল চ‍্যালেঞ্জটা শুরু হবে। দর্শক দেখলে তবেই কুলের আচার টিকতে পারবে। নয়তো হল থেকে সরিয়ে অন‍্য ছবিকে আনা হবে।

গত ৮ জুলাই মুক্তি পেয়েছে স্বস্তিকার শ্রীমতি। প্রথম সপ্তাহে তাও হল পেয়েছে শ্রীমতী। কিন্তু দ্বিতীয় সপ্তাহে একেবারেই তলানিতে ব‍্যবসা। কারণ এসভিএফ এর ‘কুলের আচার’ মুক্তি পেয়েছে গতকাল ১৫ জুলাই। ব‍্যস, শ্রীমতীকে হঠিয়ে হল দখলে নেমে গিয়েছে এসভিএফ, অভিযোগ স্বস্তিকার।

সোশ‍্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লিখেছেন, ‘বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোনরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়।

সমস্ত প্রমাণ দিয়ে স্বস্তিকা দাবি করেছেন, প্রথম সপ্তাহে ১৭ টি হলে চলেছে শ্রীমতী। দ্বিতীয় সপ্তাহে সেটাই কমে দাঁড়ায় মাত্র ৪ টে তে আর সমস্ত শো টাইম দুপুরে। স্বস্তিকার ক্ষুব্ধ প্রশ্ন, কে যাবে দুপুর ১২-১ টার সময় সিনেমা দেখতে? কোটি টাকা খরচ করে ছবি বানানো হয় কিন্তু তাকে দুটো সপ্তাহ সময় দেওয়া হবেনা।

সম্পর্কিত খবর

X