বাংলা হান্ট ডেস্কঃ দুই গায়ক নেতার চুলোচুলি। বিগত কিছুদিনে একাধিকবার আক্রমণ-পালটা আক্রমণে জড়িয়েছেন তৃণমূলের দুই জনপ্রিয় তারকা নেতা বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও ইন্দ্রনীল সেন (Indranil Sen)। যা নিয়ে বঙ্গ জুড়ে চৰ্চা। সেই রেশ কাটতে না কাটতেই ফের বাবুল সুপ্রিয়কে বিঁধলেন মমতার মন্ত্রী ইন্দ্রনীল সেন।
প্রসঙ্গত গত সোমবারই রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাবুল সুপ্রিয়কে পর্যটন দফতর থেকে সরিয়ে অচিরাচরিত শক্তি উৎস দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে। তার দায়িত্বে থাকা তথ্য ও প্রযুক্তি (আইটি) দফতর অবশ্য বাবুলের কাছেই রয়েছে।
আরও পড়ুন: ‘আমাকে জেলে ঢোকানোর চেষ্টায় রাজ্যের খরচ হয়েছে ২৯৫ কোটি টাকা..’, বোমা ফাটালেন শুভেন্দু
অন্যদিকে পর্যটন দফতর ফিরে যায় নেতা ইন্দ্রনীল সেনের কাছে। কিছুদিন আগে ইন্দ্রনীল সেনকে পর্যটন উন্নয়ন নিগমের চেয়ারম্যান করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই জল্পনা চলছিল। এরই মধ্যে বাবুলের থেকে নিয়ে ইন্দ্রনীলের কাঁধেই তুলে দেওয়া হয় পর্যটন দফতরের দায়িত্ব।
এরপরই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এক্স হ্যান্ডেলে টুইট করে বাবুল সুপ্রিয় লেখেন,”আইটি ও ইলেকট্রনিক্স দপ্তর ছাড়াও আধুনিক বিশ্বের আরেকটি অত্যন্ত ভবিষ্যৎ সম্পন্ন দপ্তরের দায়িত্ব আমাকে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা।” টুইটেই নিজের পছন্দের দপ্তরে দায়িত্ব পাওয়ার কথা জানিয়ে দেন বাবুল সুপ্রিয়। এই নিয়েই বাবুলকে খোঁচা ইন্দ্রনীলের।
আরও পড়ুন: ‘গ্রেফতার করব না, শুধু…’, অভিষেকের হাজিরার আগে জানাল ED
এই বিষয়ে পাল্টা ইন্দ্রনীল সেন বলেন, “কেউ পছন্দ মতো দপ্তর পান বলে আমার জানা নেই। তবে উনি যখন পেয়েছেন..! এরপর কখনও যদি আমার পছন্দ অনুযায়ী দপ্তর প্রয়োজন হয় তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করব।” প্রসঙ্গত সম্প্রতি বিধানসভার মধ্যেই বিবাদে জড়িয়ে পড়েছিলেন মমতার এই দুই মন্ত্রী।