বাড়িতেই প্রথম অফিস, স্ত্রীর থেকে ১০ হাজার টাকা ধার করে যাত্রা শুরু! আজ দুনিয়া কাঁপাচ্ছে কোম্পানি

বাংলা হান্ট ডেস্ক: দেশের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানি ইনফোসিস (Infosys) বর্তমানে ৩ লক্ষেরও বেশি কর্মী নিয়ে একটি মহীরুহতে পরিণত হয়েছে। সম্প্রতি, কোম্পানিটি তাদের আর্থিক ফলাফল প্রকাশ করেছে। সেখানে জানা গিয়েছে, কোম্পানিটি মার্চ ত্রৈমাসিকে ৫,৬৮৬ কোটি টাকার নিট মুনাফা অর্জন করেছে এবং লাভের অঙ্ক বেড়ে হয়েছে ৩২,২৭৬ কোটি টাকা। এছাড়াও, চলতি বছর এই সংস্থা ৮৫ হাজার নতুন নিয়োগ করবে বলেও জানা গিয়েছে।

যদিও ইনফোসিস আজ এত বড় কোম্পানি হয়ে উঠলেও, এটি শুরু হওয়ার কাহিনি আপনাকে অবাক করবেই। সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি তাঁর স্ত্রী সুধা মূর্তির কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়ে শুরু করেছিলেন এই সংস্থা।

সাত বন্ধু মিলে শুরু করেছিলেন ইনফোসিস:
মূলত সাত বন্ধু মিলে শুরু করেছিলেন ইনফোসিস কোম্পানি। এই সাত বন্ধু হলেন নারায়ণ মূর্তি, নন্দন নিলেকানি, এসডি শিবুলাল, ক্রিস গোপালকৃষ্ণান, অশোক অরোরা, এনএস রাঘবন এবং কে দীনেশ। ইনফোসিস শুরু করার আগে এই সাতজন পাটনি কম্পিউটার সিস্টেমে একসঙ্গে কাজ করতেন। এমতাবস্থায়, কোম্পানি শুরু করার জন্য সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কাছে কোনো মূলধন না থাকায় তিনি তাঁর স্ত্রী’র কাছ থেকে ধার নেন। নারায়ণের স্ত্রী সুধা মূর্তি তাঁর সঞ্চয় থেকে ১০ হাজার টাকা ধার দিয়েছিলেন। সেই অর্থ নিয়েই ১৯৮১ সালে শুরু হয় ইনফোসিসের পথচলা।

নারায়ণ মূর্তি এক বছর পর যোগদান করেন:
ইনফোসিস কনসালট্যান্টস নামের এই আইটি কোম্পানিটির যাত্রা পুণে থেকে শুরু হয়েছিল এবং নারায়ণ মূর্তির বাড়ির একটি কক্ষ এটির প্রথম অফিসে পরিণত হয়। তবে, নারায়ণ মূর্তি এই কোম্পানির প্রতিষ্ঠাতাদের একজন হলেও তিনি কিন্তু ইনফোসিসের প্রথম কর্মচারী নন। প্রকৃতপক্ষে, ইনফোসিস চালু হওয়ার এক বছর পরে, তিনি আনুষ্ঠানিকভাবে এতে যোগদান করেন।

দু’বছর ধরে ইনফোসিসের কোনো কম্পিউটার ছিল না:
ইনফোসিস সাম্প্রতিক সময়ের অন্যতম প্রধান আইটি কোম্পানি। এমনকি, আয়কর দাখিলের জন্য যে নতুন পোর্টাল তৈরি করা হয়েছে, সেটিও তৈরি করেছে এই কোম্পানি। তবে, যখন সংস্থাটি চালু হয়েছিল, তখন এর নিজস্ব কোনো কম্পিউটার ছিল না। প্রায় ২ বছর ধরে, সংস্থাটি কম্পিউটার ছাড়াই কাজ করে। ১৯৮৩ সালে, ইনফোসিস “Data General 32bit MV800” মডেলের প্রথম কম্পিউটার সিস্টেমটি কেনে।

infosys bloomberg 1200

ইনফোসিস আইপিও যথাযথ সাড়া পায়নি:
ইনফোসিস ১৯৯৩ সালে শেয়ার বাজারে প্রবেশ করে। জেনে অবাক হবেন যে, ইনফোসিসের আইপিও বিনিয়োগকারীরা খুব একটা বেশি পছন্দ করেননি এবং এটি ১৩% কম সাবস্ক্রিপশন পেয়েছে। এদিকে, তখন ইনফোসিসের শেয়ারের দাম ছিল মাত্র ৯৫ টাকা। তবে, আজকের সময়ে, ইনফোসিসের একটি শেয়ারের দাম বেড়ে হয়েছে ১৭৪৮.৬৫ টাকা। কেউ যদি সেই সময়ে ইনফোসিসের মাত্র ১০০ টি শেয়ার কিনে থাকেন, তাহলে তাঁকে ৯,৫০০ টাকা বিনিয়োগ করতে হত। কিন্তু সেই বিনিয়োগের মূল্যই আজ প্রায় ১৭.৫০ লক্ষ টাকায় পৌঁছে যাবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর