বাংলা হান্ট ডেস্ক: ব্রিটিশ রাজ পরিবার, পৃথিবীর অন্যতম ধনী পরিবার। কিন্তু ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) থেকেও বেশি সম্পত্তির মালকিন ইনফোসিসের (Infosys) ভারতীয় প্রতিষ্ঠাতা ও ইউকের চ্যান্সেলর নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতা মূর্তি। সম্প্রতিই এই তথ্য সামনে এসেছে। তবে এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে ব্রিটেনে। অভিযোগ, নারায়ণ মূর্তির জামাই ঋষি সুনক তাঁর স্ত্রী অর্থাৎ অক্ষতার মোট সম্পত্তির পরিমাণ সেখানকার সরকারের থেকে লুকিয়ে গিয়েছেন।
সম্প্রতি ব্রিটিশ সংবাদপত্র গার্ডিয়ান এই তথ্য সামনে এনেছে। আসলে ব্রিটেনের মন্ত্রীদের নির্বাচনে লড়ার আগেই নিজের ও নিজের পরিবারের সকলের সম্পত্তির পরিমাণ জানাতে হয়। কিন্তু নারায়ণ মূর্তির জামাই তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ সঠিক জানাননি। রিপোর্ট অনুযায়ী, বর্তমানে অক্ষতা মূর্তির মোট সম্পত্তির পরিমাণ ৪৩০ মিলিয়ন পাউন্ড বা ৪২০০ কোটি টাকা। নিজের বাবার কোম্পানিতেই তাঁর শেয়ার রয়েছে। সেখানে ব্রিটেনের রানীর সম্পত্তির পরিমাণ ৩৫০ মিলিয়ন পাউন্ড বা ৩৪০০ কোটি টাকা।
নিয়মানুযায়ী ব্রিটেনের সব মন্ত্রীদের নিজের ও পরিবারের সকলের মোট সম্পত্তির পরিমাণ জনসমক্ষে জানাতে হয়। কিন্তু সুনক তাঁর স্ত্রীর সম্পত্তি হিসেবে একটি ক্যাপিটাল ফার্মের মালিক হিসেবেই দেখিয়েছেন।
আর এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই গোটা ব্রিটেনে হইচই শুরু হয়েছে। ইনফোসিসের সঙ্গে আমাজন ইন্ডিয়ার একটি জয়েন্ট ভেঞ্চারেও অক্ষতার বেশ কিছু বেনামি শেয়ার রয়েছে বলে গার্ডিয়ান দাবি করেছে।