বাংলা হান্ট ডেস্ক: সপ্তাহে করতে হবে ৭০ ঘন্টা কাজ। দেশের কর্মহাল ফেরানোর জন্য এমনটাই পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ইনফোসিস কর্তা নারায়ণমূর্তি (Narayana Murthy)। তাঁর দেওয়া সেই নিদান ওড়ালো খোদ ইনফোসিস (Infosys)। ইনফোসিস জানিয়েছে, সপ্তাহে ৪৬ ঘন্টা ১৫ মিনিটের বেশি কখনোই কর্মচারীদের অফিসে কাজ করা উচিত নয়।
নারায়ণমূর্তির দেওয়া ৭০ ঘন্টা কাজের নিদান ওড়াল ইনফোসিস (Infosys)
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, যে সকল কর্মচারীরা নির্ধারিত সময়ের বেশি অফিসে থাকছেন অথবা কাজ করছেন, ইনফোসিসের ‘হিউম্যান রিসোর্স’ তাদের মেল পাঠিয়েছে। সূত্রের খবর, সেই মেলে কর্মীদের কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার কথা বলা হয়েছে।
এমনকি, প্রতিদিন ৯ ঘণ্টা ১৫ মিনিট অর্থাৎ সপ্তাহে ৪৬ ঘণ্টা ১৫ মিনিটের বেশি কোনও কর্মীরই কাজ করা উচিত নয়। শুধুমাত্র যে এই নিয়ম অফিসের জন্য প্রযোজ্য তা নয়। কোন কর্মী বাড়ি থেকে কাজ করেন, তাঁদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এছাড়াও, কর্মচারীদের স্বাস্থ্যের কথা মাথায় রাখার কথা বিশেষভাবে মেলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি সেই বিষয়েও বলা হয়েছে।
বেশ কিছু মাস আগে একটি পডকাস্টে আসেন নারায়ণমূর্তি। সেই পডকাস্টে তিনি জানিয়েছিলেন, ভারতের কাজের সংস্কৃতির বড় পরিবর্তন প্রয়োজন । ভারতের কর্ম উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম। যার কারণবশত তরুণদের সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করতে হবে বলে জানান তিনি। নারায়ণমূর্তি’র এই পডকাস্ট সম্প্রচার হওয়ার পরই শুরু হয় বিতর্ক।
আরো পড়ুন:কসবার ঘটনা থেকে মিলেছে শিক্ষা! এবার বড় সিদ্ধান্ত নিল মমতার কলেজ, জারি নির্দেশিকা
এমনকি, পরবর্তী সময়ও এই বিষয়ে নিজের মতকেই প্রতিষ্ঠা করতেই দেখা গিয়েছে তাঁকে। তবে এবার নারায়ণমূর্তির দেওয়া সেই নিদান ওড়াল তাঁর নিজের সংস্থাই।