বাংলাহান্ট ডেস্কঃ হাওড়া (howrah) রেড জোন, লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সকলেই সন্ত্রস্ত। এবার তারই খেসারত দিতে হল এক প্রসূতি ও তার গর্ভস্থ সন্তানকে। প্রসব বেদনা নিয়ে এলেও NRS র প্রসূতি বিভাগ ঢুকতেই দিল। বাধ্য হয়ে বাড়িতেই ফিরে সন্তান প্রসব করলেন। ভূমিষ্ঠ হবার সাথে সাথেই মৃত্যু হল ওই সদ্যোজাতের।
পরিবার সূত্রে জানা যাচ্ছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও ঐ প্রসূতিকে ভর্তি নিতে গররাজি ছিলেন ডাক্তাররা। তাদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চলে যেতে বলা হয়। অনেক অনুনয়-বিনয়ের পর ভর্তি তো দূরের কথা, গাইনি ইমারজেন্সিতে দায়িত্বে থাকা চিকিৎসকদের কেউ কেউ সাদা কাগজ এগিয়ে দিয়ে রোগী এবং তার যে সসদ্যোজাত এর করোনা হলে হাসপাতাল দায়ি নয় এই মর্মে লিখে দিতে বলেন।
হাসপাতালের প্রতিটি ডাক্তার তাদের সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ। তাদের বলা হয় সদ্যোজাত ও তার মা কে আইসোলেশনে রাখা হবে, যেখানে কোনো চিকিৎসা হয় না। সুপারের অফিসের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ। শেষ পর্যন্ত হাসপাতালের দরজা থেকেই বাড়ি ফিরে যেতে৷ বাধ্য হন রোগীনি। হাওড়ার বাড়িতে তিনি সন্তান প্রসব করেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই সন্তানের মৃত্যু হয়।
সমগ্র বিষয়টি পৌঁছেছে কলেজের অধ্যক্ষের কাছে। তিনি এই বিষয়ে তদন্ত করে কড়া ব্যাবস্থার আশ্বাস দিলেও। রাজ্যে চিকিৎসকদের মানসিকতা নিয়ে যে প্রশ্ন বার বার উঠেছে, আরো একবার সেই প্রশ্নের সম্মুখে দাঁড়াতে হল স্বাস্থ্য পরিষেবাকে।