১৫ মাসের শিশুকে গলা টিপে মারছিল মা, CCTV র ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Bangla Hunt Desk: ওড়িশা (Odisha) থেকে উঠে এল এক নির্মম ঘটনার ভাইরাল ভিডিও (Viral video)। বাড়ির CCTV ক্যামেরায় রেকর্ড হওয়া এক অমানবিকতার দৃশ্য স্যোশাল মিডিয়ায় দেখে শিউরে উঠল নেটজনতারা। নিজের স্ত্রীর উপর সন্দেহ করে গোপনেই বাড়িতে CCTV ক্যামেরা বসিয়েছিলেন স্বামী। আর ফলও মিলল হাতেনাতে।

ঘটনার বিবরণ
ওড়িশার পুরী জেলার  গোপ এলাকায় থেকে একটি অমানবিক দৃশ্যের ভিডিও সম্প্রতি নেট দুনিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মাত্র ১৫ মাস বয়সের এক শিশুকে নির্মমভাবে মারধর করছে, তাঁর নিজের মা। এমনকি অভিযুক্ত মহিলা গলাও টিপে ধরেছে শিশুটির।

mohila 2

বাড়িতে CCTV ক্যামেরা বসিয়েছিলেন স্বামী
ঘটনার পরবর্তীতে এই নির্মম দৃশ্যের ভিডিও শিশুটির বাবা নিজেই স্যোশাল মিডিয়ায় আপলোড করে, থানায় অভিযোগ জানিয়েছে। তিনি জানিয়েছেন, স্বামীর অনুপস্থিতিতে বেশ কিছু দিন ধরেই স্ত্রী তাঁর ছোট্ট সন্তান এবং তাঁর শ্বশুর ও শাশুড়ির উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করত। কিন্তু কোন ভাবেই কোন প্রমাণ পাচ্ছিলেন না স্বামী। তাই স্ত্রীকে লুকিয়েই বাড়িতে CCTV ক্যামেরা বসিয়েছিলেন স্বামী।

https://www.youtube.com/watch?v=KxvK1ka3jgU&feature=youtu.be

CCTV ক্যামেরায় রেকর্ড হয় অত্যাচারের ভিডিও
গুপ্ত ক্যামেরায় স্ত্রীর সমস্ত অত্যাচারের দৃশ্য রেকর্ড হয়ে যায়। স্ত্রীর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে তাঁর আসল রূপটা সর্ব সমক্ষে প্রকাশ করতে চেয়েছিলেন স্বামী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অভিযোগ অস্বীকার করেছে স্ত্রী
এই ঘটনার জেরে অভিযুক্তা মহিলা জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে। উল্টে স্বামী এবং শ্বশুর ও শাশুড়ি নাকি তাঁকে দিনের পর দিন শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন তাঁর উপর। এমনকি খেতেও দিতেন না তাঁকে। তাই খিদের জ্বালায় ও রাগের বশবর্তী হয়ে তিনি একাজ করেছেন।


Smita Hari

সম্পর্কিত খবর