ইটবৃষ্টি থেকে বাঁশ দিয়ে মার! ঈদের দিন তুলকালাম! অনুব্রত-কাজল গোষ্ঠীর দ্বন্দ্বে উত্তপ্ত বীরভূম

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে বারবার শিরোনামে উঠে আসছে বীরভূম। সেখানকার ‘তৃণমূল ভার্সেস তৃণমূল’ (Trinamool Congress) পরিস্থিতি অস্বস্তি বাড়াচ্ছে শাসকদলের। ঈদের দিন যেমন ফের একবার সংঘাতে জড়াল অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) এবং কাজল শেখের (Kajal Sheikh) গোষ্ঠী। এই ঘটনার জেরে আহত হয়েছেন একাধিক।

বীরভূমে ফের তৃণমূল বনাম তৃণমূল (Trinamool Congress)!

গত বছর গরু পাচার মামলায় জামিন পেয়ে বাড়ি ফিরেছেন অনুব্রত মণ্ডল। এরপর থেকে ফের রাজনীতির ময়দানে সক্রিয় হয়ে উঠেছেন তিনি। সেই সঙ্গেই শিরোনামে উঠে এসেছে কাজল শেখের সঙ্গে তাঁর ‘দ্বন্দ্বে’র কথা। তৃণমূলের এই দুই হেভিওয়েট নেতার গোষ্ঠীর সংঘাতের জেরেই ঈদের দিন উত্তপ্ত হয়ে উঠল বীরভূম।

জানা যাচ্ছে, ঈদ উপলক্ষ্যে একটি ম্যাচ ঘিরে এদিন সংঘর্ষে জড়ায় তৃণমূলের (Trinamool Congress) দুই গোষ্ঠী। অনুব্রত মণ্ডল ও কাজল শেখের গোষ্ঠীর এই সংঘাতের জেরে তেতে ওঠে সিউড়ির কেন্দুয়া। ইটবৃষ্টি, বাঁশ দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। যার জেরে আহত হয়েছেন উভয় গোষ্ঠীর অন্তত ৩ জন।

আরও পড়ুনঃ মোথাবাড়ি ইস্যু! ‘দাঙ্গা তো তৃণমূল করাচ্ছে’! বোমা ফাটালেন সুকান্ত মজুমদার

উল্লেখ্য, অনুব্রত জামিন পেয়ে বীরভূম ফেরার পর থেকেই একাধিকবার শিরোনামে উঠে এসেছে কাজল শেখের সঙ্গে তাঁর ‘দ্বন্দ্বে’র কথা। সম্প্রতি পাথরচাপুড়িতে মেলার উদ্বোধনেও দু’জনকে পাশাপাশি দেখা যায়নি। এছাড়া সরকারি অনুষ্ঠানে তৃণমূলের (TMC) জেলা সভাপতি তথা এসআরডিএ চেয়ারম্যান কেষ্ট উপস্থিত থাকলেও কাজল অনুপস্থিত ছিলেন।

Trinamool Congress Anubrata Mondal Kajal Sheikh team clash again

এই বিষয়ে অনুব্রত কোনও মন্তব্য না করলেও ইতিমধ্যেই মুখ খুলেছেন সিউড়ির বিধায়ক তথা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি বলেন, ‘এটা প্রশাসনিক অনুষ্ঠান, কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। জেলা প্রশাসনের তরফ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যাদের ইচ্ছে ও সময় হয়েছে তাঁরা এসেছেন। বাকিরা হয়তো পরে কখনও আসবেন’।

বীরভূমে তৃণমূলের (Trinamool Congress) দুই হেভিওয়েট নেতা হলেন অনুব্রত ও কাজল। একই দলের অংশ হলেও দু’জনের মধ্যেকার ‘দ্বন্দ্বে’র কথা কমবেশি সকলেই জানেন। একাধিকাবার সংঘাতে জড়িয়েছে দুই নেতার গোষ্ঠী। এবার যেমন ঈদের দিনও দেখা গেল সেই চিত্র। বিধানসভা ভোটের আগে এই ধরণের ঘটনা রাজ্যের শাসকদলের অস্বস্তি বাড়াতে পারে বলে মনে করা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X