বাংলাহান্ট ডেস্কঃ পূর্ব প্রস্তুতি মতন রবিবারই জলে নেমে গেল স্টেলথ গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস বিশাখাপত্তনম (INS Vishakhapattanam)। প্রথমবার এমন ধরণের কোন রণতরী জায়গা পেল ভারতীয় নৌবহিনীতে (indian navy)। যার ফলে আগের তুলনায় বেশ কয়েকগুণ বেড়ে গেল ভারতের ক্ষমতা।
রবিবার প্রথমবার মুম্বইয়ের নাভাল ডকইয়ার্ডে জলে নামল এই রণতরী। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। মিসাইল ধ্বংসকারী শক্তিশালী INS বিশাখাপত্তনম ভারতের নৌবাহিনীতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ভারতের সামুদ্রিক শক্তি কয়েকগুণ বেড়ে যাবে।
Today is a proud day for India’s quest to become Aatmanirbhar in the defence sector. INS Visakhapatnam is commissioned into Indian Navy! It is indigenously developed and will strengthen our security apparatus. Our efforts towards defence modernisation continues with full vigour. pic.twitter.com/LwVIX3ufzq
— Narendra Modi (@narendramodi) November 21, 2021
এই ঐতিহাসিক মুহূর্তের বিষয়ে ট্যুইট করে আইএনএস বিশাখাপত্তনমের ছবি প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, ‘ভারতের জন্য আজকের দিনটা ভীষণই গর্বের। ভারতীয় নৌবাহিনীতে আজই যোগ দিল আইএনএস বিশাখাপত্তনম’।
এবিষয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, ‘ভারতীয় নৌবাহিনীর অন্যতম উদ্দেশ্য হল বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ একটি পথ সুরক্ষিত রাখা। বরাদ্দ বাড়ানো যাবে প্রতিরক্ষা বাজেটের ক্ষেত্রেও। তৈরি করা হবে একটি দেশীয় জাহাজ নির্মাণ হাব। তবে ইতিমধ্যেই ভারতে তৈরি করা হয়েছে নৌবাহিনীর ৪১ টি জাহাজের মধ্যে ৩৮ টি জাহাজ’।
INS বিশাখাপত্তনমের বৈশিষ্ট্য হল-
এই যুদ্ধ জাহাজ ৩২ বারাক ৮ মিসাইল দিয়ে সজ্জিত রয়েছে।
ভূপৃষ্ঠ থেকে আকাশে আঘাত হানতে সক্ষম এই হাতিয়ার।
INS বিশাখাপত্তনমের দৈর্ঘ্য ১৩৬ মিটার, প্রস্থ ১৭ মিটার এবং ওজন ৭৪০০ টন। গতি ঘণ্টায় ৫৫.৫৬ কিলোমিটার।
বিমান, হেলিকপ্টার, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং যুদ্ধবিমান ধ্বংস করতে এটি সক্ষম।
১৬ টি ব্রহ্মোস মিসাইল দিয়ে সজ্জিত রয়েছে INS বিশাখাপত্তনম। চারটি গ্যাস টারবাইন ইঞ্জিন থেকে এটি শক্তি পায়।