বাথটাবে রাখির ছবি নেটিজেনদের নজর কেড়েছে

Published On:

বাংলা হান্ট ডেস্ক: রাখি সাওয়ান্ত কিছু দিন আগেই স্বীকার করলেন যে তিনি বিয়ে করেছেন। এক প্রবাসী ভারতীয় ব্যবসায়ীর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। কিন্তু শেষপর্যন্ত রাখি কাকে বিয়ে করলেন তা এখনো জানা যায়নি। সম্প্রতি বিবাহিত রাখির কিছু ছবি ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।

তার ইনস্টাগ্রামে এই ছবিগুলি পোস্ট করেন। রাখির নতুন স্বামী বাথটাবে স্নানরত রাখির নানা পোজের ছবি তুলেছেন।ছবির ক্যাপশনে লিখেছেন,”আমার ভালোবাসার সঙ্গে পাগলামি ও মজা করছি”।

কিছু দিন আগে রাখির কাছে তাঁর স্বামী সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানিয়েছিলেন,তাঁর স্বামী মিডিয়া পছন্দ করেন না এবং মিডিয়ার বাড়াবাড়ির জন্যই নাকি লুকিয়ে বিয়ে করেছেন রাখি। এমনকী ২০২০ সালে মাও হতে চান বলে জানিয়েছেন তিনি।

X