বাংলাহান্ট ডেস্ক : আজকালকার যুগে প্রায় প্রত্যেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করেন। তবে instagram এ ব্লু টিক থাকলে সেটাকে অনেক বড় ব্যাপার বলে বিবেচনা করা হয়। যে অ্যাকাউন্টগুলিতে ব্লু টিক রয়েছে সেগুলোকে সহজেই সনাক্ত করা যায়। অনেকেই চান নিজের অ্যাকাউন্টে ব্লু টিক নিতে। Instagram এ ব্লু টিকের জন্য দুটি উপায় রয়েছে।
প্রথমটি পেইড ও দ্বিতীয়টি ফ্রি। অর্থ প্রদান না করেও আপনারা কী ভাবে instagram এ ব্লু টিক পাবেন সেই বিষয়ে আজ আলোচনা করব। ইনস্টাগ্রামে সহজে ব্লু টিক পাওয়া যায় না। যারা সমাজে সুপরিচিত যেমন সেলিব্রিটি, রাজনীতিবিদ, প্রতিষ্ঠান, তারা বিনামূল্যে ব্লু টিক পেয়ে থাকেন। তবে এর বাইরেও কিছু নিয়ম মানলে আপনারা বিনামূল্যে ব্লু টিক পেতে পারেন।
আরোও পড়ুন : রাম মন্দিরকে পূর্ণ সমর্থন! সোশ্যাল মিডিয়ায় ‘জয় শ্রী রাম’ লিখে বিশেষ বার্তা দিলেন কিরণ দত্ত
• Instagram এ ব্লু টিকের জন্য আপনাদের সম্পূর্ণ তথ্য প্রদান করতে হবে। এর মধ্যে রয়েছে নাম, জীবনী এবং প্রোফাইল ফটো। সম্পূর্ণ ও স্বচ্ছ বিবরণী অ্যাকাউন্টে দিতে হবে।
• instagram এ ব্লু টিক পাওয়ার জন্য নিয়মিত পোস্ট করতে হবে। Instagram এ নিয়মিত পোস্ট করলে আপনার অ্যাকাউন্ট আরও বহু মানুষের কাছে পৌঁছাতে পারবে।
আরোও পড়ুন : SBI’র পাঁচ লাখের লোন! দেখুন, মাস গেলে কত টাকা EMI গুণতে হবে
• আরো বেশি পরিমাণ অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন ইনস্টাগ্রামে। অন্যদের পোস্টে লাইক, কমেন্ট, শেয়ার করাটাও গুরুত্বপূর্ণ।
• এই ব্লু টিক পাওয়ার জন্য আবেদন করতে হবে ইনস্টাগ্রামে। এই আবেদন জানাতে আপনার প্রোফাইলে গিয়ে ক্লিক করুন “সেটিংস” অপশনে। তারপর “অ্যাকাউন্ট” এবং তারপরে “রিকোয়েস্ট ভেরিফিকেশন” অপশনে ক্লিক করতে হবে। এরপর কর্তৃপক্ষ আপনার আবেদন ২৪ ঘন্টার মধ্যে পর্যালোচনা করবে এবং তার ফলাফল আপনাকে জানিয়ে দেবে।