রাম মন্দিরকে পূর্ণ সমর্থন! সোশ্যাল মিডিয়ায় ‘জয় শ্রী রাম’ লিখে বিশেষ বার্তা দিলেন কিরণ দত্ত

বাংলা হান্ট ডেস্ক : রাত পোহালেই শুরু হবে রাম মন্দির (Ram Mandir) উদ্বোধনের তোড়জোড়। গোটা অযোধ্যা (Ayodhya) জুড়ে শুরু হয়েছে শেষ মুহুর্তের প্রস্তুতি। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা গিয়ে ভিড় করেছেন মন্দির চত্বরে। টিভিতেও সম্প্রচারিত হবে মন্দির উদ্বোধনের লাইভ শো। সবে মিলিয়ে দেশবাসীর উত্তেজনা এখন দেখার মত। আর সেই আনন্দের জোয়ারে গা ভাসালেন জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত (Kiran Dutta)।

বাংলার সেরা ইউটিউবারদের তালিকা তৈরি করলে যে নামটা সবার আগে উঠে আসবে সেটা হল কিরণ দত্ত। যদিও ভক্তদের কাছে তিনি বং গাই (Bong Guy) হিসেবেই বেশি পরিচিত। এইদিন তিনি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে জানিয়ে দিলেন যে, তিনিও এই মহোৎসবের একটা অংশ। নিজের ফেসবুক পেজ থেকে লিখলেন ‘জয় শ্রী রাম’ (Jay Shree Ram)।

কিরণের এই পোস্ট সামনে আসার পর থেকেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় ইউটিউবারের রাজনৈতিক মতাদর্শ নিয়েও শুরু হয়েছে কাটাছেঁড়া। তার এই ‘জয় শ্রী রাম’ লেখা দেখে অনেকেই মনে করছেন যে, তিনি হয়ত বিজেপির সাপোর্টার। যদিও নেটিজনদের একাংশ বলছে, ভগবান রামের জয়গান গাওয়ার জন্য বিজেপি করার দরকার পড়েনা।

আরও পড়ুন : ‘একঘরে করে দিয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছি’, সরকারের বিরুদ্ধে মুখ খোলার মাশুল গুনছেন তাপস পালের স্ত্রী

যদিও বং গাই কিরণ এসবের কোনও উত্তরই এখনও দেননি। উল্টে তাকে নিয়ে করা ট্রোলিং-র বেশ তারিয়ে তারিয়ে মজা নিচ্ছেন তিনি। ট্রোলিং-র বেশকিছু স্ক্রিন শট নিজে শেয়ারও করেছেন তিনি। যেখানে দেখা যাচ্ছে কেউ লিখেছেন, ‘এসব বিতর্কিত বিষয়ে মাথা না ঘামালেই ভালো হত।’ তো কারোর পরামর্শ, ‘রিচ বাড়ানোর জন্য এসব না করলেই ভালো।’

আরও পড়ুন : ভারতীয় বিমান নয়’, মলদ্বীপে মুইজ্জুর ‘জেদে’ বিনা চিকিৎসায় মৃত্যু কিশোরের! ফুঁসছে মলদ্বীপের মানুষ

img 20240121 wa0002

যদিও এসব মন্তব্যে কান দেওয়ার মত মানুষ নন কিরণ। তিনি তো নিজের সিদ্ধান্তে অনড়। মন্দির উদ্বোধনের ঠিক একদিন আগে বেশ স্পষ্টভাবেই বুঝিয়ে দিলেন যে, তিনি হিন্দুদের পাশেই আছেন। সেই সাথে অনেকেই আবার তার এই পোস্ট থেকে মোদী সরকারের প্রতি সমর্থনের গন্ধও খুঁজে পাচ্ছে। যদিও তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে কোনও স্পষ্ট কিছু তিনি বলেননি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর