‘একঘরে করে দিয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগছি’, সরকারের বিরুদ্ধে মুখ খোলার মাশুল গুনছেন তাপস পালের স্ত্রী

বাংলা হান্ট ডেস্ক : শাসকদলের বিরুদ্ধে মুখ খোলার কারণে এবার একঘরে হতে হল প্রয়াত অভিনেতা তাপস পালের (Tapas Pal) স্ত্রী কন্যাকে। সম্প্রতি এমনটাই দাবি করলেন স্ত্রী নন্দিনী পাল (Nandini Pal) এবং মেয়ে সোহিনী (Sohini Pal)। তাদের অভিযোগ, সাহায্য চেয়ে রাজ্যের নেতা মন্ত্রীদের দ্বারস্থ হলেও কোনও সাহায্যই তারা পাননি। এমনকি একজন এককালীন ঘনিষ্ঠ মন্ত্রী তো ফোন অবধি ধরেননি।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছিলেন তাপস পালের স্ত্রী। অভিনেতার মৃত্যুর জন্য পরোক্ষভাবে শাসকদলকেই দায়ি করেছিলেন তিনি। আর তারপর থেকেই নাকি একঘরে করে রাখা হয়েছে তাদের। নতুন বছরের শুরুতেই ফের একবার সরব হলেন নন্দিনী এবং সোহিনী।

এইদিন নন্দিনী বলেন, ‘কাজের লোক আসছে না। অসহযোগিতা করা হচ্ছে আমাদের সঙ্গে, দুর্ব্যবহারের শিকার হচ্ছি। তাপস একটা সময় যাদের জন্য কাজ করে গিয়েছে, তারাই এসব করছেন। শাসকের ইন্ধন ছাড়া কে আর এই কাজ করবে? ওদের বিরুদ্ধে মুখ খুলেছি না তাই।’ সেই সাথে তার অভিযোগ, ‘এক মন্ত্রীকে ফোন করেছিলাম অভিযোগ জানানোর জন্য। কিন্তু তিনি ফোন ধরেননি। আমি আর মেয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি।’

আরও পড়ুন: ভারতীয় বিমান নয়’, মলদ্বীপে মুইজ্জুর ‘জেদে’ বিনা চিকিৎসায় মৃত্যু কিশোরের! ফুঁসছে মলদ্বীপের মানুষ

untitled design 5 4

এমনকি বর্তমান শাসকদলের সাথে ব্রিটিশ আমলের তুলনা করে তিনি বলেন, ‘ব্রিটিশ আমল, বাম আমলে ভালো ছিল। শিরদাঁড়া বেচে দিয়ে এই দল করতে হয়। আমি ভেঙে পড়েছি।’ প্রয়াত অভিনেতার পরিবারের দাবি, তাদের সুবিধা অসুবিধা সমস্তটাই তারা জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। তবুও কোনও উপায় হয়নি।

 

 

 

 

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর