রেডি রাখুন ছাতা! একটু পরেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের ৭ জেলায়, নামবে তাপমাত্রাও: আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: শীত-বৃষ্টির মরণ কামড়ে বেহাল দশা রাজ্যের মানুষজনের। বাংলার (West Bengal) আবহাওয়ায় (Weather) নিত্যদিন পরিবর্তন ঘটছে। শুধুমাত্র এ রাজ্যই নয়, দেশেরই তাপমাত্রার ওঠানামা অব্যাহত রয়েছে। শীত আসছে না আসছে না করে এমন ধাক্কা দিল, তাতেই নাজেহাল অবস্থা। ওদিকে
ভরা মাঘে বৃষ্টির তোলপাড়। সাথে দোসর কুয়াশা। আর এসবের মাঝেই ফের জোড়া ঘূর্ণাবতের চোখ রাঙানি।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, একটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে, শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। অন্যদিকে আরেক ঘূর্ণাবর্ত কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত একটি অক্ষরেখায় রয়েছে। মহারাষ্ট্রে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সব মিলিয়ে ঘেঁটে ঘ।

আইএমডির (India Meteorological Department) পূর্বাভাস অনুযায়ী, পূর্ব ভারতে আরও কিছুটা কমবে তাপমাত্রা। ওদিকে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় সামান্য পারদ চড়বে। উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই সবের মিলিত প্রভাবে শীতের পাশাপাশি বৃষ্টিও চলবে।

ওদিকে ছুটির দিনে বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দফতর সূত্রে খবর আজ দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায়। ২২ জানুয়ারির পর থেকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে।

weather winter 8

আগামী ২৩ জানুয়ারি হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ২৪ ও ২৫ শে জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আকাশও মেঘলা থাকলেও আজ কলকাতায় বৃষ্টি হবে না।

আরও পড়ুন: ‘পুলিশ মাইক খুলতে এলে ঘুরে তার প্যান্ট খুলে নিন, আমি দেখে নেব’, রামভক্তদের সাফ নিদান দিলীপের

হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিংয়ের উপরিভাগে এবং সিকিমে আজও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে খানিকটা নেমেছে তাপমাত্রা। ঠান্ডায় কাবু মানুষজন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর