বাংলা হান্ট ডেস্কঃ ই-কমার্স সাইটে এক জিনিষ অর্ডার করে আরেকটি জিনিষ পাওয়া নতুন কিছু না। কখনো মোবাইলের বদলে ইট, সাবান চলে আসছে। আবার কখনো সেভিং ক্রিম অর্ডার করলে ১৯ হাজার টাকার হেডফোন চলে আসছে। তবে লাভ খুব কমই হয় গ্রাহকদের, বেশীরভাগ সময়েই অর্ডার করা জিনিষের থেকে অনেক কম মূল্যের জিনিষ পাঠিয়ে দেওয়ার হয় গ্রাহকদের বাড়িতে।
এবার খাস কলকার এক বাসিন্দা এরকমই এক প্রতারণার স্বীকার হলেন। তিনি ই-কমার্স সাইট অ্যামাজনে (Amazon) কমিউনিস্ট ম্যানিফেস্টো (Communist Manifesto) অর্ডার করেছিলেন। আর বাড়িতে যখন ওনার অর্ডার এসে পৌঁছাল, তখন তিনি সেটা দেখা অবাক। আরে ম্যানিফেস্টো কই? ওর বদলে তো ভদবদগীতা (Bhagavad Gita) পাঠিয়ে দিয়েছে কোম্পানি। ব্যাস, এরপর হাতে কিবোর্ড নিয়ে সোশ্যাল মিডিয়া বড়সড় অভিযোগ লিখে ফেললেন তিনি।
উল্লেখ্য, গত বুধবার অ্যামাজন থেকে কমিউনিস্ট ম্যানিফেস্টো অর্ডার করেছিলেন কলকাতার বাসিন্দা সুতীর্থ দাস। অ্যামাজন ওনাকে কমিনিস্ট ম্যানিফেস্টো পাঠাবে বলে অর্ডার কনফার্মও করে নেয়। বইটির দাম ছিল ৯০ টাকা আর শিপিং চার্জ সমেত মোট দাম পরেছিল ১৪০ টাকা। অ্যামাজনের তরফ থেকে জানানো হয় যে, সুতীর্থ বাবুর অর্ডার শুক্র অথবা শনিবার পৌঁছে যাবে।
কথামতই শনিবার দুপুর দুটো নাগাদ সুতীর্থ বাবুর বাড়িতে ওই পার্সেল পৌঁছে যায়। যেহেতু তিনি অফিসে ছিলেন, সেহেতু তৎক্ষণাৎ তিনি আর পার্সেল খুলতে পারেন নি। এরপর তিনি সন্ধ্যে বেলায় বাড়ি ফেরা মাত্র অত্যন্ত কৌতুহলের সাথে পার্সেলটি খোলেন। কিন্তু? পার্সেলে ওনারর অর্ডার করা কমিউনিস্ট ম্যানিফেস্টো ছিল না। তাঁর বদলে ছিল গীতা।
এরপর তিনি আর কি করবেন। ফেসবুকে অ্যামজনের সাথে হওয়া এই অভিজ্ঞতা নিয়ে লম্বা চওড়া লিখে দিলেন। আর ওনার ওই সোশ্যাল মিডিয়ার পোস্ট বেশ ভাইরালও হয়। সবাই সেখানে গিয়ে হাসির রিয়াক্টও দিচ্ছেন। যদিও সুতীর্থ বাবু যে একদম বিশাল রেগে আছেন সেটাও না, তিনিও সোশ্যাল মিডিয়ায় হাসির ছলেই এই অভিজ্ঞতা শেয়ার করেছেন।