ফের পাকিস্তানের নেপথ্যে ষড়যন্ত্র! স্বাধীনতা দিবসের আগেই বড় হামলার ছক ফাঁস

Published on:

Published on:

Intelligence agencies foil deadly attack plan in India ahead of Independence Day

বাংলা হান্ট ডেস্কঃ স্বাধীনতা দিবসের (Independence Day) ঠিক আগে বড় ধরনের হামলার ছক বানচাল করল পঞ্জাব পুলিশ। অমৃতসর গ্রামীণ এলাকা থেকে পাকিস্তান মদতপুষ্ট একটি আন্তঃসীমান্ত অস্ত্র চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশের দাবি, ধৃতরা ভারতে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল।

স্বাধীনতা দিবসের (Independence Day) আগে বড় হুমকি

গোপন সূত্রে খবর পেয়ে অমৃতসর গ্রামীণ পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানেই এই চক্রের হদিশ মেলে। ধৃতদের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI-এর সরাসরি যোগ রয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ। গোয়েন্দাদের মতে, এরা দেশের ভেতরে একটি স্লিপার সেল তৈরি করতে চেয়েছিল, যেটা ভবিষ্যতে বড়সড় হুমকি হয়ে দাঁড়াতে পারত।

মজুত ছিল ভয়ঙ্কর অস্ত্র

ধৃতদের কাছ থেকে বিশাল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি AK Saiga 308 অ্যাসল্ট রাইফেল (২টি ম্যাগাজিন-সহ), দুটি ৯ মিমি পিস্তল (৪টি ম্যাগাজিন-সহ), ৯০ রাউন্ড AK রাইফেলের গুলি, ১০টি তাজা কার্তুজ (৯ মিমি), ৭.৫ লক্ষ টাকা নগদ, একটি গাড়ি ও ৩টি মোবাইল ফোন। এত বিপুল অস্ত্র দেখে পুলিশও চমকে গেছে।

পাঞ্জাব সীমান্তে সক্রিয় অস্ত্র পাচারচক্র

পঞ্জাব পুলিশের ডিজিপি জানিয়েছেন, এই অস্ত্র পাচারের নেটওয়ার্ক পরিচালনার মূল দায়িত্বে ছিল গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়ার ঘনিষ্ঠ সহযোগী নভ পান্ডোরি। ধৃত ৫ জন গোটা পঞ্জাব সীমান্ত জুড়ে এই অস্ত্র চালান চালাত বলে পুলিশ সূত্রে খবর। এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে আরও কিছু নাম উঠে এসেছে, যাদের খুঁজে বের করতে কাজ চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলি।

Intelligence agencies foil deadly attack plan in India ahead of Independence Day

আরও পড়ুনঃ ভবিষ্যতের মূল্যবৃদ্ধি দেখেই সিদ্ধান্ত! সুদ নিয়ে স্পষ্ট বার্তা দিল Reserve Bank Of India

পুলিশের দাবি, এই চক্র ধরা না পড়লে স্বাধীনতা দিবসের (Independence Day) আগে দেশে বড়সড় হামলা হতে পারত। তাই গোটা দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করা হয়েছে।