প্রেমের সামনে তুচ্ছ সবই, ধর্ম বদলে বিষ্ণুকে বিয়ে সোনমের, যাচ্ছেন রামলালার দর্শনে

বাংলা হান্ট ডেস্ক : কথাতেই আছে ভালোবাসার টান বড় টান। ভালোবাসার জোরে বিশ্বকেও জয় করে নেওয়া যায়। আর ধর্ম তো অনেক ছোট ব্যাপার। এরকমই এক ঘটনার সাক্ষী হয়ে রইল উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। হিন্দু যুবকের প্রেমে পড়ে নিজের ধর্ম ছড়লেন মুসলিম যুবতী। নাম বদলে সোনম সিদ্দিকি (Sonam Siddiqui) হলেন লক্ষ্মী (Lakshmi)। চলুন আজ তারই গল্প শোনাই আপনাদের।

ঘটনাটি উত্তরপ্রদেশের বেরেলির দেবরানিয়া এলাকায় একটি গ্রামের। গ্রামেরই এক হিন্দু যুবক বিষ্ণু মৌর্যের (Vishnu Mourya) প্রেমে পড়েন সোনম সিদ্দিকি (Sonam Siddiqui)। বরাবর স্বপ্ন দেখেছিলেন একসাথে ঘর বাঁধার। তবে তাদের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায় তাদের ভিন্ন ধর্ম। যদিও ধর্ম তাদের আটকে রাখতে পারেনি। এইদিন স্থানীয় এক মন্দিরে গিয়ে বিয়ে (Intercaste Marriage) সেরেছেন তারা।

সূত্রের খবর, বিয়ের নিজের নামও বদলে ফেলেছেন সোনম। বিষ্ণু মৌর্যকে বিয়ে করে তিনি এখন লক্ষ্মী। বিয়ের পর লক্ষ্মী বলেন, তিন তালাক এবং হালাল প্রথার জেরে জেরবার তিনি। তার ধর্মের এমন অনেক কিছুই ছিল যা তিনি সমর্থন করতেননা। পাশাপাশি সনাতন ধর্মের মাহাত্ম্য এবং রামের কথা শুনে বিশেষ অনুরাগ জন্মায় তার মনে। তাই তিনি ধর্ম পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন : বাংলায় অত্যাচারিত হিন্দুরা! এক রাতে হাওড়ার ৫ মন্দিরে ভাঙচুর, ভিডিও পোস্ট করে বিস্ফোরক শুভেন্দু

lover 1708849151

এরপরেই দেবরানিয়া এলাকার একটি মন্দিরে গিয়ে বিষ্ণুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সোনম। সনাতন ধর্মের সমস্ত আচার বিধি মেনেই বিয়ে সারলেন তিনি। বদলে নেন নিজের ধর্ম। যদিও তাতেও খুব একটা শান্তিতে নেই লক্ষ্মী। তিনি জানিয়েছেন, পরিবারের অমতে ধর্ম পরিবর্তন এবং ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য পরিবারের সদস্যরা তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন।

আরও পড়ুন : সুরের জগৎ থেকে চিরবিদায়! প্রয়াত খ্যাতনামা গজল শিল্পী পঙ্কজ উধাস, শোকের ছায়া সঙ্গীতজগতে

লক্ষ্মীর কথায়, ‘ভগবান রামের প্রতি বিশ্বাস রয়েছে। খুব শীঘ্রই রামলালার দর্শনের স্বামী বিষ্ণুর সঙ্গে অযোধ্যায় যাব।’ প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসেই সনাতন ধর্ম গ্রহণ করেন শাহানা নামের এক যুবতী। তার প্রাক্তন স্বামী তাকে তিন তালাক দিলে ধর্ম ত্যাগ করার কথা ভাবেন তিনি। এরপর বুলন্দশহরের এক হিন্দু যুবক ওম প্রকাশের সাথে সাত পাকে বাধা পড়েন তিনি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর