ফের সরকারি হাসপাতালের মহিলা চিকিৎসককে হেনস্থা, অভিযোগে তোলপাড় কলকাতা মেডিক্যাল কলেজ

Published on:

Published on:

Intern Doctor Harassed by Drunk Man in Calcutta Medical College

বাংলা হান্ট ডেস্কঃ ফের সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে হেনস্থার অভিযোগে উত্তাল রাজ্য। এবার ঘটনাটি ঘটল খোদ কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College)। অভিযোগ, কর্তব্যরত অবস্থায় এক মহিলা ইন্টার্ন চিকিৎসককে হেনস্থা করেছেন এক মদ্যপ ব্যক্তি। ঘটনাটি ঘটে ইমারজেন্সি ওয়ার্ডে।

ঠিক কী ঘটেছে?

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পুলিশ এক অসুস্থ মদ্যপ ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে (Calcutta Medical College) নিয়ে আসে। সেই সময় ইমারজেন্সিতে উপস্থিত ছিলেন ওই মহিলা ইন্টার্ন চিকিৎসক। অভিযোগ, চিকিৎসা চলাকালীনই ওই ব্যক্তি অশ্লীল মন্তব্য করতে শুরু করেন। পরক্ষণেই তিনি অশ্লীল অঙ্গভঙ্গি করেন চিকিৎসকের উদ্দেশ্যে। চমকে যান তরুণী চিকিৎসক এবং কেঁদে ফেলেন।

পুলিশের কাছে সহায়তা পাননি বলে অভিযোগ ওই চিকিৎসকের

চিকিৎসক জানান, তিনি সঙ্গে সঙ্গে ইমারজেন্সি থেকে বেরিয়ে পুলিশের কাছে সাহায্য চান। কিন্তু কোনও সহায়তা মেলেনি বলে অভিযোগ। এরপরই হাসপাতাল (Calcutta Medical College) চত্বরে ছড়িয়ে পড়ে ক্ষোভ। সহকর্মীরা অধ্যক্ষকে ঘেরাও করেন। তাঁরা অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে ডাকা হয় পুলিশের অতিরিক্ত বাহিনী। পুলিশের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতে রাতে আরও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

মুখ্যমন্ত্রী নির্দেশের পরেও হেনস্থার ঘটনা মেডিকেল কলেজে (Calcutta Medical College)

প্রসঙ্গত, ঠিক এক সপ্তাহ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতা পুলিশের কমিশনার, সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররা। বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এমনকি তিনি নিজেই মন্তব্য করেছিলেন, “আমার দপ্তরগুলিতে যদি এমন ঘটনা ঘটে, তার দায় আমার।” কিন্তু তার পরও ফের হেনস্থার ঘটনা ঘটল কলকাতা মেডিক্যাল কলেজে (Calcutta Medical College)।

Intern Doctor Harassed by Drunk Man in Calcutta Medical College

আরও পড়ুনঃ ১০০ দিনের কাজ নিয়ে বিজেপির নতুন কৌশল, সাংসদদের নজরদারিতে ফের চালুর প্রস্তাব সুকান্তর

এর আগে, এসএসকেএম হাসপাতালে এক নাবালিকাকে পুরুষ শৌচাগারে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ প্রকাশ্যে আসে। সেই ঘটনায় গ্রেপ্তার হন ওই হাসপাতালেরই প্রাক্তন ওয়ার্ড বয়। তার আগে আরজি কর মেডিক্যালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছিলেন চিকিৎসকরা। অনশন বিক্ষোভ বিদ্রোহ করেও আজও বদলায়নি চিত্র। চিকিৎসকরা বলছেন, “প্রতিবারই আশ্বাস মেলে, কিন্তু নিরাপত্তা পাওয়া যায় না।” এবার খোদ কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের (Calcutta Medical College) ঘটনায় মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে চিকিৎসক মহল।