এবার দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দিল IIT খড়্গপুর! এই দেশে খুলতে চলেছে প্রথম ক্যাম্পাস

বাংলা হান্ট ডেস্ক: একের পর এক নজিরবিহীন কৃতিত্বের অধিকারী হচ্ছে IIT খড়্গপুর (Indian Institute of Technology Kharagpur)। কয়েকদিন আগেই প্রতিষ্ঠানের পড়ুয়াদের বিপুল বেতনের চাকরির সুবাদে খবরের শিরোনামে উঠে এসেছিল এই জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। তবে, এবার দেশের গন্ডি ছাড়িয়ে সরাসরি বিদেশে পাড়ি দিতে চলেছে IIT খড়্গপুর। জানা গিয়েছে, মালয়েশিয়ায় একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট স্থাপন করতে চায় প্রতিষ্ঠানটি। গত শনিবার IIT খড়্গপুরের ডিরেক্টর ভি কে তেওয়ারি এই সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন।

তিনি জানিয়েছেন, ভারতের বাইরে আন্তর্জাতিক স্তরে উচ্চমানের শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে অদূর ভবিষ্যতে মালয়েশিয়ায় IIT স্থাপন করা হতে পারে। মূলত, IIT খড়্গপুরের ৬৮ তম সমাবর্তনে ভাষণ দেওয়ার সময়ে এই বিষয়টি তুলে ধরেন তিনি। এর পাশাপাশি, তেওয়ারি জানান যে, এই ইনস্টিটিউটটি বিশ্বের শীর্ষ ১০ টি প্রতিষ্ঠানের মধ্যে থাকতে চায়। যদিও, মালয়েশিয়ায় নতুন কলেজ স্থাপনের ক্ষেত্রে কোনো সময়সীমা তিনি দেননি।

তাঁর মতে, “মালয়েশিয়ায় IIT প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার শ্রেষ্ঠত্বের ক্ষেত্রে বিশ্বব্যাপী মানদণ্ড হয়ে ওঠার লক্ষ্য রাখে। যা আন্তর্জাতিক স্তরে ভারতীয় শিক্ষার মানকে বিশ্বব্যাপী উপস্থাপনের জন্য এই প্রতিষ্ঠানের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হবে।” তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি ৭৫ টি উদ্ভাবনের কাজকে সহযোগিতা করছে। এগুলি সংস্থার কর্মী এবং গবেষকদের দ্বারা তৈরি করা হয়েছে।” এর পাশাপাশি তিনি গত দুই বছরে IIT খড়্গপুরের প্রকল্প উদ্ভাবনের সাফল্যের বিষয়গুলিও উপস্থাপিত করেন।

ডিরেক্টর ভি কে তেওয়ারি বলেন, “করোনা ভাইরাসের জন্য কোভিরাপ ডায়াগনস্টিক কিট ৬.৭ কোটি টাকায় বিক্রি হয়। এছাড়াও, অন্যান্য অনেক সফল নতুন ডিভাইস এক কোটিরও বেশি দামে বিক্রি হয়েছিল।” পাশাপাশি তিনি বলেন, “এই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ২৬০ শয্যার শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসও স্থাপন করেছে।”

bbjnjnvn

এছাড়াও, প্রতিষ্ঠানের কৃতি পড়ুয়াদের প্রসঙ্গও উপস্থাপিত করেন তিনি। তাঁর মতে,”বিনোদ গুপ্ত থেকে শুরু করে সুন্দর পিচাই পর্যন্ত, হাজার হাজার কৃতি প্রাক্তনী এই ইনস্টিটিউটের জন্য খ্যাতি এনেছেন।” এদিকে, ওই সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটার চ্যান। যিনি বর্তমানে হেরনস বনসাই লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনিও একজন IIT-র প্রাক্তনী।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর